গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্টে। প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ নুরুল হাসান।

দলে আছেন প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য সরকার। গত আসরে ৫ ম্যাচে ২ ফিফটিতে ১৮৮ রান করেছিলেন সৌম্য। বাঁহাতি এই ওপেনার দলে থাকলেও নেই স্পিনার মেহেদী হাসান। গত আসরে রংপুরের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৮ উইকেট নেন এই স্পিনার।

আরও পড়ুনআরেকটি বুমরা শো দেখার প্রস্তুতি নিতেই পারেন২ ঘণ্টা আগে

মেহেদীকে দলে না রাখার কারণ হতে পারে বাংলাদেশ–শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজও শুরু হবে আগামী ১০ জুলাই। সে ক্ষেত্রে সৌম্যরও বাংলাদেশ দলে থাকার সম্ভাবনা আছে। চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সৌম্য। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে ছিলেন।

সৌম্য সরকার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ