চানখারপুলে শিক্ষার্থী হত্যা মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি ২৯ জুন
Published: 22nd, June 2025 GMT
রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানসহ চার আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে কাদের নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পরে জানাবেন ট্রাইব্যুনাল।
এদিন এই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ সময় এই মামলার চার আসামি হাজির ছিলেন।
এরা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
মেহেরপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। আজ সকালে সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসির বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/ফারুক/মাসুদ