রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানসহ চার আসামির পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে কাদের নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে পরে জানাবেন ট্রাইব্যুনাল।

এদিন এই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৯ জুন দিন ধার্য করেন  ট্রাইব্যুনাল। এ সময় এই মামলার চার আসামি হাজির ছিলেন। 
এরা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মো.

আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। 
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হামিদ ফেব্রিক্সের উৎপাদন বন্ধ ঘোষণা

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কয়েক বছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে তাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিচালনা পর্ষদ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা

পুঁজিবাজারে ৩ শতাধিক কোম্পানির দরপতন

হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই হিসাববছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সিএনজি ও এলএনজি ব্যবহার করেও কোনো লাভ হয়নি।

এই পরিস্থিতিতে শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ ও ১৬ এবং বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ধারা ২৫ ও ২৬ এর অধীনে ২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ করা হয়েছে।

তারা আরো জানিয়েছে, কর্তৃপক্ষ গ্যাস সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে যে, খুব শিগগির সমস্যার সমাধান হবে। এর পরে কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে।

এর আগে, ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশনও তার কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদন স্থগিত করে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ