শামীম ওসমানের ২টি প্লট জব্দ, ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 22nd, June 2025 GMT
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুইটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এই সংসদ সদস্য, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে অয়ন ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।
রবিবার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
আরো পড়ুন:
রাজশাহীতে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেয়ারবাজারের শত কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি- ১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবর দ ধ ওসম ন
এছাড়াও পড়ুন:
হামিদ ফেব্রিক্সের উৎপাদন বন্ধ ঘোষণা
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স পিএলসির পরিচালনা পর্ষদ উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কয়েক বছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে তাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পরিচালনা পর্ষদ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
বার্ষিক প্রতিবেদন দাখিলে দেরি, ফারইস্ট ফাইন্যান্সকে সতর্কবার্তা
পুঁজিবাজারে ৩ শতাধিক কোম্পানির দরপতন
হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর থেকে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দুই হিসাববছর ধরে অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সিএনজি ও এলএনজি ব্যবহার করেও কোনো লাভ হয়নি।
এই পরিস্থিতিতে শ্রম আইন ২০০৬ এর ধারা ১২ ও ১৬ এবং বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ধারা ২৫ ও ২৬ এর অধীনে ২২ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ করা হয়েছে।
তারা আরো জানিয়েছে, কর্তৃপক্ষ গ্যাস সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে যে, খুব শিগগির সমস্যার সমাধান হবে। এর পরে কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে।
এর আগে, ১২ আগস্ট রহিমা ফুড কর্পোরেশনও তার কাজু বাদাম প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদন স্থগিত করে।
ঢাকা/এনটি/রফিক