শামীম ওসমানের ২টি প্লট জব্দ, ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
Published: 22nd, June 2025 GMT
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুইটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এই সংসদ সদস্য, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে অয়ন ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।
রবিবার (২২ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
আরো পড়ুন:
রাজশাহীতে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেয়ারবাজারের শত কোটি টাকা আত্মসাৎ: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে উক্ত সম্পত্তি দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ (সংশোধিত বিধিমালা ২০১৯) এর বিধি- ১৮ মোতাবেক এবং মানিলন্ডারিং আইন ২০১২ এর ধারা-১৪ মোতাবেক ক্রোক এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।
ঢাকা/অনিক/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবর দ ধ ওসম ন
এছাড়াও পড়ুন:
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
মেহেরপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। আজ সকালে সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসির বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/ফারুক/মাসুদ