‘মুরগির বিষ্ঠা’ বলা আর্জেন্টাইনের দাবি বর্ণবাদী কিছু করেননি
Published: 23rd, June 2025 GMT
ক্লাব বিশ্বকাপে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে ওই ম্যাচে ফেরেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার।
ম্যাচের শেষ দিকে তাকে পাচুকার ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার গুস্তাভো কাবরালের সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলতে দেখা যায়। পরে রুডিগার অভিযোগ করেছেন, তার প্রতি বর্ণবাদী আচরণ করা হয়েছে।
তবে কাবরাল দাবি করেছেন, তিনি বর্ণবাদী কিছু করেননি। কেবল আর্জেন্টিনায় প্রচলিত একটি বাক্য বলেছেন। সেটা হলো- চিকেন শিট (মুরগির বিষ্ঠা)। তার মতে, আর্জেন্টিনায় এটি প্রচলিত খুবই সাধারণ একটা কথা (অনেকটা ইংরেজি বুলশিটের মতো)।
কাবরাল বলেন, ‘আমি তাকে কিছুই বলিনি। শুধু চিকেন শিট বলেছিলাম। যেটা আর্জেন্টিনায় আমরা সবসময়ই বলি। এর বাইরে কিছু নয়।’
বিষয়টি নিয়ে রিয়ালের কোচ জাবি আলোনসো বলেন, ‘রুডিগারের থেকে আমরা এমনই (বর্ণবাদের শিকার হয়েছেন) শুনেছি এবং আমরা তাকে বিশ্বাস করি। এসব ক্ষেত্রে জিরো টলারেন্স থাকা উচিত। বিষয়টি নিয়ে ফিফা তদন্ত করছে।’ ফিফার সঙ্গে তদন্তের বিষয়ে সংবাদ মাধ্যম রয়টার্স যোগাযোগ করলে তারা তাৎক্ষণিক কিছু জানাতে চায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল ব ব শ বক প আর জ ন ট
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে