জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত চালুর দাবিতে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী আহাদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের জুলাই বিপ্লবের অন্যতম দাবি ছিল নিয়মিত ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচন। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম না থাকায় তারা প্রতিনিধিত্ববিহীন অবস্থায় রয়েছে। এটি প্রশাসনের সদিচ্ছার অভাব এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার উপেক্ষার স্পষ্ট উদাহরণ।’

সংগঠনটি অভিযোগ করে জানায়, ক্যাম্পাসে থাকা একমাত্র ক্যাফেটেরিয়ার পরিবেশ অত্যন্ত নাজুক। সেখানে নেই মানসম্মত খাবার, নেই পর্যাপ্ত পানি ফিল্টার বা বসার জায়গা। দীর্ঘদিন আগে ঘোষিত ‘ফুড কার্ড’ কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি, বরং তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে।

এ অবস্থায় ছাত্র অধিকার পরিষদ তাদের তিন দফা দাবিতে জোর দিয়েছে, নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে; ‘ফুড কার্ড’ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

সংগঠনটি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘এই দাবিগুলো শিক্ষার্থীদের ন্যায্য অধিকারসংক্রান্ত। প্রশাসন যদি অবিলম্বে বাস্তবসম্মত পদক্ষেপ না নেয়, তাহলে আমরা বৃহত্তর ছাত্রস্বার্থে গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হব। এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রব্বিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জকস

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জের নতুন বাজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদক সেবীদের আস্তানা

মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এবার সরাসরি মাঠে নামল সিদ্ধিরগঞ্জের নতুন বাজার সামাজিক সংগঠন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে ১১টায় সংগঠনটি এক ব্যতিক্রমী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আদমজীনগর সোনামিয়া বাজা’র এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

সংগঠনের সদস্যরা নতুন বাজার এলাকার মাদক সেবীদের আস্তানায় মহড়া দেন এবং যেখানে বসে মাদক সেবন করা হয়, সেই স্থানগুলো ভেঙে গুঁড়িয়ে দেন। পরবর্তীতে তারা আশেপাশের স্থানীয় বাসিন্দাদের প্রতি মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জোর আহ্বান জানান।

এ সময় সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, আজ আমাদের সমাজে মাদক রন্ধ্রে রন্ধ্রে সয়লাব। দিন দিন যুবসমাজের মধ্যে এ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের ভবিষ্যতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজকেও শেষ করে দেয়। আমাদের এই অভিযান মাদকমুক্ত সমাজ গড়ার প্রথম পদক্ষেপ। নতুন বাজার সামাজিক সংগঠন কোনোমতেই এই এলাকায় মাদক সেবন বা ব্যবসা চলতে দেবে না।

সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। আমরা স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করি।

এসময় মাদকবিরোধী এই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের, উপদেষ্টা মোঃ সেলিম, আবুল হাশেম মন্টু, মাইন উদ্দিন আহমেদ, সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ, সদস্য মোঃ আজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সদস্যরা দৃঢ়তার সাথে জানান, মাদকের এই ভয়াবহতা রোধে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জের নতুন বাজারে গুঁড়িয়ে দেওয়া হলো মাদক সেবীদের আস্তানা