ঐতিহাসিক জুলাই বিপ্লব স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। 

গত বছরের এই সময়েই ইসলামী আন্দোলনের হাজারো কর্মী অন্যায়ের বিরুদ্ধে রাজপথে যে সাহসিকতার নজির স্থাপন করেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এই বিপ্লবের আদর্শকে জনমানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিক চেতনায় জাগ্রত করতে নারায়ণগঞ্জ মহানগর শাখা নিচের কর্মসূচিগুলো ঘোষণা করেছে:

ঘোষিত কর্মসূচিসমূহ হলো-

১ জুলাই সব শাখায় বিশেষ দোয়া।

 ২-৪ জুলাই অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ

৮-১৫ জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে  আলোচনা ও দোয়া।

১৮ জুলাই-সকল শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।  

২৫-২৮ জুলাই ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫ আগস্ট  সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়।

সোমবার (৩০ জুন) বাদ মাগরিব সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ যৌথ বিবৃতিতে বলেন, “জুলাই বিপ্লব আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা দুর্নীতি, ধর্মবিরোধী কর্মকাণ্ড এবং অনৈতিক শাসনের বিরুদ্ধে একটি ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

তাঁরা আরও বলেন, “আমরা আহ্বান জানাই, শহরের প্রতিটি ওয়ার্ড, থানা এবং ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা যেন এই কর্মসূচিগুলো সফল করে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন এবং সাধারণ জনগণের মাঝে ইসলামী বিপ্লবের বার্তা পৌঁছে দেন।”
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ইসল ম স মরণ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

ফতুল্লায় অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানায় র‌্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টা থেকে পূর্ব দেলপাড়া ও ভুইগড় এলাকায় দিনব্যাপী এই অভিযান চলে।

অভিযানে ১৭ টন নিষিদ্ধ পলিথিন, ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয় এবং মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করাসহ তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোহাগ পলিথিনকে ১ লাখ টাকা জরিমানা, আল মদিনাকে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ টন পলিথিন জব্দ করা হয়। আব্বাসিয়া পলিমারকে ১ লাখ টাকা ও আজাদ প্যাকেজিংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।  

র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযানে ইতিমধ্যে কয়েকটি কারখানায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা