সিদ্ধিরগঞ্জে জামায়াতের মিছিল
Published: 11th, July 2025 GMT
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়েতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে জামায়েতে ইসলামের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় ২নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামায়েতে ইসলামীর মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, জহুর আলম, সাজ্জাদ হোসেন, পনির হোসেন, আলমগীর কবির, স্বপন প্রধান প্রমূখ।
হাবিবুর রহমান বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল। সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। সাধারণ মানুষের কথা কেউ ভাবেনি। তাদের আমলে আমরা উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখিনি। আগামীতে ক্ষমতার পালা বদলে আমরা ইসলামের ছায়াতলে আপামর জনগণের জন্য কাজ করতে চাই।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে দুজনকে গুলি করে হত্যা এবং দুজনকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অন্য যে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাঁরা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ও পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
আসামিদের মধ্যে এএসআই চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শুনিয়ে ট্রাইব্যুনাল জানতে চান, তিনি দোষ স্বীকার করেন কি না। জবাবে চঞ্চল চন্দ্র নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী ১৬ অক্টোবর এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
এদিকে ট্রাইব্যুনাল–১–এ গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। আগামী বৃহস্পতিবার এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।