সিদ্ধিরগঞ্জে জামায়াতের মিছিল
Published: 11th, July 2025 GMT
আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়েতের জাতীয় সমাবেশ সফল করার লক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিছিল করেছে জামায়েতে ইসলামের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় ২নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জামায়েতে ইসলামীর মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মোস্তফা কামাল, জহুর আলম, সাজ্জাদ হোসেন, পনির হোসেন, আলমগীর কবির, স্বপন প্রধান প্রমূখ।
হাবিবুর রহমান বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল। সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। সাধারণ মানুষের কথা কেউ ভাবেনি। তাদের আমলে আমরা উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখিনি। আগামীতে ক্ষমতার পালা বদলে আমরা ইসলামের ছায়াতলে আপামর জনগণের জন্য কাজ করতে চাই।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।