নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন, কে কত ভোট পেলেন
Published: 17th, August 2025 GMT
উৎসবমুখোর পরিবেশে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) নির্বাচন।
শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ফতুল্লার পঞ্চবটী বিসিকে এসোসিয়েশনের অফিসে ভোট গ্রহণ চলে।
২১টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ৪৮৩ জন ভোটারের মধ্যে ৪৩১জন ভোট প্রয়োগ করেন। পরে শুরু হয় ভোট গননা।
গননায় ১৫টি ভোট বাতিল হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো: স্বপন চৌধুরী।
এসময় নির্বাচন বোর্ডের দুই সদস্য হলেন মো: সোহেল আক্তার সোহান ও মো: আবু বকর সিদ্দিক (সাজু) উপস্থিত ছিলেন।
নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেল ২১টি ডিরেক্টর পদের মধ্যে ২০টি পদে জয়ী হয়েছেন। অপরদিকে আবু তাহের শামীম প্যানেল থেকে দল নেতা আবু তাহের শামীম বিজয়ী হয়েছেন।
নির্বাচনে কে কত ভোট পেলেন, তাহলো, মো: সেলিম সারোয়ার (২৭৫ ভোট), মো: রায়হান আলী (২৬৯ ভোট), মো: জাকির হোসেন (২৬৩ ভোট), মো: সিরাজুল ইসলাম চৌধুরী (২৫৮ ভোট), মো: দেলোয়ার হোসেন (২৫৫ ভোট), মো: ইদ্রিস মিয়া (২৪৪ ভোট), মো: মোজাহার আলী (২৪৩ ভোট), মো: শফিকুর রহমান (২৪১ ভোট), শ্যামল দেবনাথ (২৩৯ ভোট), বশির আহমেদ (২৩৭ ভোট), আবু বকর সিদ্দিক আবুল (২২৯ ভোট), মো: জাকির হোসেন (২২৯ ভোট), আবু সাইদ (২২৮ ভোট), মো: আরিফুল ইসলাম (২২২ ভোট), মো: বাহাউদ্দিন আহমেদ (২২২ ভোট), মো: এনামুল হাফিজ (কাজল) (২২০ ভোট), মো: বুলবুল আহমেদ (২২০ ভোট), মো: আব্দুল হাকিম (২১৭ ভোট), মো: শামীম হোসেন সরকার (২১২ ভোট), মো: মিশেল শেখ (২১১ ভোট), মো: আবু তাহের শামীম (২১০ ভোট), মো: সাইদুর রহমান (২০৮ ভোট), শাহরিয়া জুয়েল (২০৬ ভোট), সৈকত হাসান (২০৪ ভোট), মো: মহসিন মৃধা (১৯৭ ভোট), মো: জাহিদুল আলম (১৯৭ ভোট), মো: নাছির (১৯৫ ভোট), মো: কামাল হোসেন (১৮৯ ভোট), মো: শহিদুল ইসলাম (১৮৮ ভোট), মো: মনিরুল ইসলাম (১৮৬ ভোট), মো: সিদ্দিকর রহমান (১৮৫ ভোট), মো: কবির হোসাইন ভুইয়া (১৮৩ ভোট), মো: মানিক মিয়া (১৮১ ভোট), মো: ফারুক আহমেদ (১৮০ ভোট), মো: আনোয়ার হোসেন (১৭৯ ভোট), মো: আয়েজ উদ্দিন মোল্লাহ (১৭৫ ভোট), মো: আব্দুল আউয়াল টুটুল (১৬৮ ভোট), মো: মাসুম (১৬৪ ভোট), মো: আরিফু হোসেন (১৬৩ ভোট), মো: শহিদুল ইসলাম সুমন (১৫৬ ভোট), সজল দাস (১৫০ ভোট), মো: কামাল উদ্দিন আহমেদ (১৩৮ ভোট)।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ ল ইসল ম আহম দ
এছাড়াও পড়ুন:
স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদসমূহে ৯ম ও ১০ম গ্রেডের ৯৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া চলবে এক মাস। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) আবেদন শুরু হবে।
পদের নাম ও বিবরণ১. সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলীপদসংখ্যা: ৪৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
বয়সসীমা১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়মhttp://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ফিআবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।
আবেদনকারী প্রার্থীর বয়স ১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে