পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার ঘটনায় গ্রেপ্তার আলামিন (২১) ও তার ভাই আকাশকে (২৪) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৬ আগস্ট) রাতে গ্রেপ্তারকৃতদের পঞ্চগড় আদালতে তোলা হয়। এসময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 

 

আরো পড়ুন:

মুক্তিপণ দিয়েও শেষ রক্ষা হয়নি জহিরুলের

নেত্রকোনায় বিকাশকর্মী হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি আলামিন ও আকাশকে। তারা পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে। 

নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে।

গত ৬ আগস্ট রাতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জের আলামিন ও তার সহযোগীরা ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে মারধর করেন। একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জয়। রংপুরে নেওয়ার পথে মারা যান তিনি। 

এ ঘটনায় গত ৮ আগস্ট নিহতের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করা হয়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “আগেই এজাহারভুক্ত আসামি ঝুনুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ ত রদল আস ম গ র প ত র কর আল ম ন আগস ট

এছাড়াও পড়ুন:

একঝলক (১৭ আগস্ট ২০২৫)

ছবি: সোয়েল রানা

সম্পর্কিত নিবন্ধ