পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যা, গ্রেপ্তার ২ আসামি কারাগারে
Published: 17th, August 2025 GMT
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যার ঘটনায় গ্রেপ্তার আলামিন (২১) ও তার ভাই আকাশকে (২৪) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৬ আগস্ট) রাতে গ্রেপ্তারকৃতদের পঞ্চগড় আদালতে তোলা হয়। এসময় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আরো পড়ুন:
মুক্তিপণ দিয়েও শেষ রক্ষা হয়নি জহিরুলের
নেত্রকোনায় বিকাশকর্মী হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি
গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে চট্টগ্রামে বোনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি আলামিন ও আকাশকে। তারা পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তী এলাকার খলিলুর রহমানের ছেলে।
নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্পের জহিরুল হকের ছেলে।
গত ৬ আগস্ট রাতে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটে পূর্ব শত্রুতার জের আলামিন ও তার সহযোগীরা ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে মারধর করেন। একপর্যায়ে আলামিনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জয়। রংপুরে নেওয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় গত ৮ আগস্ট নিহতের বড় ভাই আশরাফ আলী আলামিনকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, “আগেই এজাহারভুক্ত আসামি ঝুনুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
ঢাকা/নাঈম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ ত রদল আস ম গ র প ত র কর আল ম ন আগস ট
এছাড়াও পড়ুন:
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
ফিল্ম আইকন টম ক্রুজকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গভর্নর্স অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরস্কার টম ক্রুজের হাতে তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।
তাছাড়া একই সম্মানসূচক পুরস্কার পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, মিউজিক আইকন ডলি পার্টন এবং প্রোডাকশ ডিজাইনার উইন থমাস। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার এ খবর প্রকাশ করেছে।
আরো পড়ুন:
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
টম ক্রজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ভিন্নবিষয়কে উপলদ্ধি করা ও সম্মান করতে এটি আমাকে সাহায্য করে। পৃথিবীর যেখান থেকেই আসি না কেন, থিয়েটারে আমরা একসঙ্গে হাসি, একসঙ্গে অনুভব করি, একসঙ্গে স্বপ্ন দেখি। আর এটাই এই শিল্পের শক্তি। এ কারণেই এটি গুরুত্বপূর্ণ, এ কারণেই এটি আমার কাছে অর্থবহ। তাই চলচ্চিত্র তৈরি করা শুধু আমার কাজ নয়, আমি কে, এটি তারই অংশ।”
অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং প্রেস বিজ্ঞপ্তি বলেন, “অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স এই মেধাবি শিল্পীদের সম্মান জানাতে পেরে গর্বিত। ডেবি অ্যালেন একজন পথপ্রদর্শক কোরিওগ্রাফার এবং অভিনেত্রী; যার কাজ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে; বিভিন্ন ধারার সীমানা অতিক্রম করেছে। টম ক্রুজের চলচ্চিত্র, থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা এবং স্টান্ট আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।”
চলচ্চিত্র শিল্প ও এমন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়, যার মানবিক প্রচেষ্টা মানবকল্যাণে উন্নতী এবং বৈষম্য দূরীকরণে অবদান রেখে শিল্পের মর্যাদা বৃদ্ধি করেছে।
ঢাকা/শান্ত