ব্যাটম্যান পাগল নেইমার কিনলেন ২২ কোটির ব্যাটমোবাইল, কিন্তু চালাতে
Published: 23rd, July 2025 GMT
সুপারস্টার নেইমার যেন বাস্তবেই সুপারহিরো হয়ে উঠছেন! সম্প্রতি তিনি কিনেছেন ব্যাটম্যান ছবির সেই বিখ্যাত ব্যাটমোবাইল। যার মূল্য প্রায় ১৮ লাখ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি)। তবে মজার ব্যাপার হলো, এই দৃষ্টিনন্দন গাড়িটি তিনি কিনলেও কখনো রাস্তায় চালাতে পারবেন না!
ব্রাজিল ও সান্তোস ক্লাবের এই তারকা ফুটবলার বরাবরই ডিসি কমিকসের ভক্ত। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে ছবি তুলেছিলেন রবার্ট প্যাটিনসন ও জো ক্রাভিটজের সঙ্গে। ফুটবল ড্রেসিংরুমে কখনো ব্যাটম্যানের পোশাকে, আবার হ্যালোইনে জোকার সাজেও ধরা দিয়েছেন তিনি।
এবার নেইমার নিজের সংগ্রহে রাখলেন সেই সিনেমার এক দুর্লভ স্মারক। ‘ও গ্লোবো’ পত্রিকার তথ্য অনুযায়ী, তিনি যে ব্যাটমোবাইলটি কিনেছেন, সেটি বানিয়েছেন বিখ্যাত ডিজাইনার আদেমার কাবরাল। এই গাড়িটি দেখা গেছে ‘ব্যাটম্যান বিগিনস’, ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’— এই তিনটি ছবিতেই।
আরো পড়ুন:
বিশ্বস্ত দেয়াল ২০২৭ পর্যন্ত রিয়ালে, কোর্তোয়ার সঙ্গে চুক্তি নবায়ন
অলিখিত ফাইনালের প্রথমার্ধ শেষে এগিয়ে লাল-সবুজের মেয়েরা
বিশাল আকৃতির এই গাড়িতে রয়েছে শক্তিশালী ভি৮ ইঞ্জিন, যা ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন। এমনকি গাড়িটির পেছনে আছে ফ্লেমথ্রোয়ারও! এই অনন্য গাড়িটি তৈরি করতে সময় লেগেছে তিন বছর, ৫০ জন বিশেষজ্ঞের টানা পরিশ্রমে। আগে এটি ছিল ব্রাজিলের সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়ামে। সেখান থেকেই এটি সরিয়ে আনা হয়েছে নেইমারের ব্যক্তিগত বাড়িতে।
ব্যাটমোবাইলটি এবার ঠাঁই পেয়েছে নেইমারের বিলাসবহুল গাড়ির সংগ্রহে। যেখানে আগেই আছে অডি আর৮, স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি পুরোসাংগুয়ে, একাধিক বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স আর ল্যাম্বরগিনি হুরাকান।
বর্তমানে ৩৩ বছর বয়সী নেইমার আবার ফিরে গেছেন নিজের ক্যারিয়ার শুরু করা ক্লাব সান্তোসে। ক্যারিয়ারের এই পর্বে তিনি নিজেকে উপহার দিয়েছেন স্বপ্নের মতো এক গাড়ি। তবে সমস্যা একটাই, এই ব্যাটমোবাইল আইন অনুযায়ী রাস্তায় চালানো যাবে না। তাই গাড়িটির স্টিয়ারিংয়ে বসে রাস্তা দাপানোর সুযোগ নেই নেইমারের!
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব য টম য ন ব য টম ব
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক