আকরামের লেখা ‘ডার্টি মানি’ অধ্যায়টির আগের পর্ব পড়ুন এখানেশেষ পর্ব: ওয়াসিম আকরাম যা লিখেছেন

জোহানেসবার্গে পৌঁছালাম ম্যান্ডেলা ট্রফির সেরা-তিন ফাইনাল সিরিজের ঠিক আগে। অস্ত্রোপচারের পর আমি তখনো পুরোপুরি ফিট হইনি। কিন্তু তার চেয়েও বড় চিন্তার বিষয় ছিল, দলটা যেন আবার সেই পুরোনো অবস্থায় ফিরে গেছে। মনে হচ্ছিল, আমি এই দলে একেবারেই বাইরের একজন। একটা সুখী দলের যে বৈশিষ্ট্য, তার কিছুই ছিল না। কোনো আড্ডা নেই, হাসাহাসি নেই। সবাই যেন কারও না কারও ভয়ে আছে, কেউ ঘরে ঢুকলেই কথা থেমে যাচ্ছে।
আমিও শেষমেশ নিঃশব্দে এটাই মেনে নিলাম। হুমা (আকরামের স্ত্রী) তখন পাশে ছিল না, ফলে কারও সঙ্গে মন খুলে কথা বলার সুযোগও ছিল না। ভাবলাম, ঠিক আছে, নিজের মতো থাকব, একা ঘুরে বেড়াব, সময়টাকে উপভোগ করার চেষ্টা করব। তখনকার দক্ষিণ আফ্রিকা ছিল পার্টির দেশ, রাতজাগা রঙিন জীবনের ঠিকানা। কিন্তু কিছু ঘটনা ছিল, যেগুলো উপেক্ষা করা যাচ্ছিল না।

আগের গ্রীষ্মের অভিজ্ঞতা থেকেই আমরা জানতাম, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে স্কোরবোর্ডে রান তুলে রাখা খুব গুরুত্বপূর্ণ। হ্যান্সি ক্রনিয়েদের দল প্রথম ইনিংসে ব্যাট করতে ভালোবাসত। তারা অসাধারণ ডিফেন্সিভ দল—বল হাতে আঁটসাঁট, ফিল্ডিংয়ে ক্ষিপ্র। তবে লক্ষ্য তাড়া করার মতো ব্যাটিং শক্তি তাদের ছিল না। তার ওপর ওদের মাঝারি মানের ফ্লাডলাইটে বলও বেশ সুইং করত। কিন্তু ওয়ান্ডারার্সে টস জিতে আমরা ব্যাটিং না করে তাড়া করার সিদ্ধান্ত নিলাম—আর সেই সিদ্ধান্ত ছিল একেবারে ভয়ানক। ইজাজ (আহমেদ) আর বাসিত (আলী) ক্যাচ দিয়ে আউট; সেলিম (মালিক), রশিদ লতিফ, আমির সোহেল রানআউট—২২ রানে ৬ উইকেট পড়ে গেল!

আরও পড়ুনকোকেন, কান্না আর হুমার হারিয়ে যাওয়া: ওয়াসিম আকরামের জীবনের অন্ধকার অধ্যায়০৪ মে ২০২৫

দ্বিতীয় ফাইনালের আগে নিউল্যান্ডসে দল যখন একত্র হলো, তখন সবাই একে অন্যকে দোষ দিচ্ছিল। ইনতিখাব (পাকিস্তান দলের ম্যানেজার) প্রস্তাব দিলেন, সবাই যেন একটা পবিত্র তাবিজ ছুঁয়ে সততার শপথ নেয়। কিন্তু সেলিম কীভাবে যেন সেই আনুষ্ঠানিকতায় থাকতে পারলেন না, এলেন টসে জেতার পর। এবার ব্যাটিং করার যুক্তি ছিল আরও শক্তিশালী—বৃষ্টি হতে পারে আর বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা যে বৃষ্টি-ফর্মুলা চালু করেছিল, তা ছিল প্রথম ইনিংসে ব্যাট করা দলের পক্ষে একতরফা। টস হারার পর ক্রনিয়ের তাই মাথায় হাত দেওয়ার অবস্থা, কিন্তু তারপর সে রীতিমতো চমকে গেল, যখন সেলিম বলল—আমরা আগে ফিল্ডিং করব।

সেলিম মালিকের সঙ্গে ওয়াসিম আকরাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকর ম

এছাড়াও পড়ুন:

বিয়ানীবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী

পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এই নেতা বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনী উৎসবে মেতে উঠতে সবাই প্রস্তুত।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াবড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দুবাগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় ফয়সল আহমদ চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে আবার প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এনে এ দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কিন্তু দেশপ্রেমিক জনতা সে ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই, ইনশা আল্লাহ।’

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপি। কিন্তু বিস্ময়করভাবে বিএনপির সুপারিশ, মতামত, নোট অব ডিসেন্ট এসবকে পাশ কাটিয়ে গেছে ঐকমত্য কমিশন। বিএনপির মতামত, প্রস্তাবকে উপেক্ষা করেছে তারা। এই কমিশন ঐকমত্যের বদলে অনৈক্য কমিশন হয়ে গেছে। ২৫টি রাজনৈতিক দল যে জুলাই সনদে স্বাক্ষর করল, সেই সনদের সঙ্গে কমিশনের সুপারিশের মিল নেই। এগুলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নিয়াজ উদ্দিন। জেলা যুবদলের সদস্য এবি কালাম ও উপজেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা এম এ মান্নান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন: দুলু
  • অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত খোরশেদ
  • নির্বাচন বাতিলের সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান সিপিবির
  • বিদেশ যেতে কেন বাধা দেওয়া হল, প্রশ্ন মিলনের
  • একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: ডা. জাহিদ
  • একটি ষড়যন্ত্রমূলক দল ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের অপপ্রচেষ্টায় লিপ্ত : সজল
  • বিয়ানীবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী