বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলের বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

রবিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে শাহ আলম মিয়ার বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

তালতলী উপজেলা মৎস্যজীবী সমিতির সদস্য সালেহ আহমদ বশির জানান, সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য বড়শি ফেলেন শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

আরো পড়ুন:

নাফ নদে বড়শিতে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৫ জেলে আটক

জেলে শাহ আলম মিয়া বলেন, ‘‘আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। সহজে এত বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।’’ 

মৎস্য ব্যবসায়ী আল-আমিন জানান, অনেক দর-কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছেন। মাছটি কেটে বাজারে বিক্রি করবেন। 

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন রাইজিংবিডিকে বলেন, ‘‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।’’ 

ভবিষ্যতে এমন বড় মাছ আরো বেশি ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা/ইমরান/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১১ ক জ মৎস য ত লতল উপজ ল বড়শ ত

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টিতে অভিষেক-রাজ, টেস্টে অদম্য রুট

বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এ স্বীকৃতি পেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।

মাত্র এক বছর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত শুধুই টি-টোয়েন্টি খেলেছেন অভিষেক। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসের পর থেকেই আলোচনায় ছিলেন। অবশেষে সে পারফরম্যান্সই এনে দিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

আরও পড়ুন৫ বল করতে গিয়ে ওয়াইড দিলেন ১২টি, ওভার আর শেষ হলো না৩ ঘণ্টা আগে

টি-টোয়েন্টিতে গত বিশ্বকাপের পর থেকে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কিন্তু সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলায় এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন হেড। তাঁর জায়গাটা দখল করেছেন সেই আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ অভিষেকই।

এর আগে এই সংস্করণে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন কেবল সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। ২০১৪ থেকে ২০১৭—টানা কয়েক বছর শীর্ষস্থান ছিল কোহলির দখলে।
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও কিছু পরিবর্তন এসেছে। ছয় ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস, অবস্থান এখন নবম। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান নেমে গেছেন পাঁচ ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে, জাকের আলী ছয় ধাপ পিছিয়ে এখন ৫৯তম। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড় ক্যামেরন গ্রিন একলাফে ৬৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৪ নম্বরে।

ভারতের হয়ে এ পর্যন্ত ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন অভিষেক

সম্পর্কিত নিবন্ধ