আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি নির্দেশ অমান্য করে মহাদেও নদ থেকে প্রকাশ্যে চলছে বালু ও পাথর উত্তোলন। কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও, হাসানোগাঁও ও বিশাউতি মৌজায় এসব বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। ইঞ্জিনচালিত নৌকা, হ্যান্ডট্রলি, লরি, ট্রাক এমনকি ঘোড়ার গাড়িতে বালু-পাথর বহন করে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।

সরেজমিন দেখা গেছে, এসব অবৈধ কার্যক্রম স্থানীয় প্রশাসনের নাকের ডগায় হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে প্রশ্ন উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো এত নীরব কেন?

২০২৩ সালে সংশোধিত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, নেত্রকোনা জেলা প্রশাসকের সুপারিশে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (রাজস্ব) ২০২৪ সালের ১৩ মার্চ এক অফিস আদেশে মহাদেও নদের ৬ নম্বর বালুমহাল বন্ধ ঘোষণা করেন। বাস্তবে নিষেধাজ্ঞা কাগজেই সীমাবদ্ধ।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত সমকালকে জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অন্যদিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদা প্রস্তুত। অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব বক্তব্য বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। পরিচয় গোপন রাখার শর্তে হাসানোগাঁওয়ের এক বাসিন্দা বলেন, এই ব্যবসা বছরের পর বছর চলছে। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। প্রশাসনের সামনেই চলে সবকিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

সচেতন মহল মনে করছে, প্রশাসনের এই নীরবতা রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ। তাদের কথা, যেখানে আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান, সেখানে অবৈধ বালু উত্তোলন দুর্নীতির ইঙ্গিত দেয়। পাশাপাশি সরকারের রাজস্বও হাতছাড়া হচ্ছে। এ চক্রের পেছনে প্রভাবশালীদের ছায়া না থাকলে এত বড় পরিসরে অবৈধ ব্যবসা এতদিন চলতে পারত না।

এ বিষয়ে কথা বলতে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়েও মন্তব্য পাওয়া যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন ত রক ন ব যবস

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ