নিষেধাজ্ঞা অমান্য করে নদে বালু উত্তোলন
Published: 10th, July 2025 GMT
আদালতের নিষেধাজ্ঞা ও সরকারি নির্দেশ অমান্য করে মহাদেও নদ থেকে প্রকাশ্যে চলছে বালু ও পাথর উত্তোলন। কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও, হাসানোগাঁও ও বিশাউতি মৌজায় এসব বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। ইঞ্জিনচালিত নৌকা, হ্যান্ডট্রলি, লরি, ট্রাক এমনকি ঘোড়ার গাড়িতে বালু-পাথর বহন করে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।
সরেজমিন দেখা গেছে, এসব অবৈধ কার্যক্রম স্থানীয় প্রশাসনের নাকের ডগায় হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে প্রশ্ন উঠেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো এত নীরব কেন?
২০২৩ সালে সংশোধিত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, নেত্রকোনা জেলা প্রশাসকের সুপারিশে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (রাজস্ব) ২০২৪ সালের ১৩ মার্চ এক অফিস আদেশে মহাদেও নদের ৬ নম্বর বালুমহাল বন্ধ ঘোষণা করেন। বাস্তবে নিষেধাজ্ঞা কাগজেই সীমাবদ্ধ।
এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত সমকালকে জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সদা প্রস্তুত। অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে স্থানীয়দের অভিযোগ, এসব বক্তব্য বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। পরিচয় গোপন রাখার শর্তে হাসানোগাঁওয়ের এক বাসিন্দা বলেন, এই ব্যবসা বছরের পর বছর চলছে। কেউ প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। প্রশাসনের সামনেই চলে সবকিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।
সচেতন মহল মনে করছে, প্রশাসনের এই নীরবতা রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ। তাদের কথা, যেখানে আদালতের নিষেধাজ্ঞা বিদ্যমান, সেখানে অবৈধ বালু উত্তোলন দুর্নীতির ইঙ্গিত দেয়। পাশাপাশি সরকারের রাজস্বও হাতছাড়া হচ্ছে। এ চক্রের পেছনে প্রভাবশালীদের ছায়া না থাকলে এত বড় পরিসরে অবৈধ ব্যবসা এতদিন চলতে পারত না।
এ বিষয়ে কথা বলতে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়েও মন্তব্য পাওয়া যায়নি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়