চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিভিন্নস্থানে জলাবদ্ধতা, পাহাড় ধসের শঙ্ক
Published: 28th, July 2025 GMT
চট্টগ্রাম মহানগরী ও জেলার সব উপজেলায় গতকাল রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কখনো থেমে থেমে, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে।
সোমবার (২৮ জুলাই) সকাল পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় চট্টগ্রাম নগরীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সতর্ক বার্তায় জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।
আরো পড়ুন:
বিপৎসীমার ওপরে পটুয়াখালীর নদ-নদীর পানি, ৬ গ্রাম প্লাবিত
সেন্টমার্টিনে তিনদিন ধরে নৌযান চলাচল বন্ধ, খাদ্য সংকট
জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে নগরীর বহদ্দার হাট, দুই নম্বর গেইট, মেহেদীবাগ, মুরাদপুর, চকবাজার, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের কাতালগঞ্জের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রবিবার থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এছাড়া, জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন