সেপ্টেম্বরে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
Published: 4th, August 2025 GMT
সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘আমি আশা করি, আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করে সেপ্টেম্বরের প্রথম থেকে স্কুল ফিডিং কর্মসূচি শুরু হবে। প্রকল্পের ক্রয়প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা কাজটা চালাবেন, তাঁদের প্রশিক্ষণ শুরু হয়েছে।’
আজ সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভার আগে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
বিধান রঞ্জন রায় বলেন, দুটি প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি হচ্ছে। বড় কর্মসূচিতে বাংলাদেশের ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মসূচির আওতায় থাকবে। আরেকটি প্রকল্প বান্দরবান ও কক্সবাজার জেলার উপজেলাগুলোয় বাস্তবায়ন করা হবে।
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার পরিবেশন করা হবে। এ কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের শিশুদের পুষ্টিঘাটতি পূরণ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ইতিবাচক হবে।
রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো.
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। পরে রংপুর জেলার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উপজেলার প্রধান শিক্ষকেরা প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাজীপুরের আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম ঢাকায় গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আশরাফুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা তিনটায় তেজগাঁও থানা-পুলিশ ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এ ছাড়া আশরাফুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা ও জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে।