পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
Published: 4th, August 2025 GMT
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই।”
আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সফরে আলোচ্য বিষয় নিয়ে সোমবার (৪ আগস্ট) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শিরোনামে সেমিনারে বক্তব্য দেন তিনি।
আরো পড়ুন:
‘পরীক্ষা-নিরীক্ষা’ পছন্দ হয়নি মিনহাজুলের
১০৪ রানে অল আউট হয়ে ৭৪ রানে হারল বাংলাদেশ
সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যু আছে, স্বার্থ আর ব্যবসা-বাণিজ্য আছে। এ সব বিষয় নিয়ে ইসহাক দারের সঙ্গে আলোচনা হবে।”
“অন্য আর ১০টা দেশের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রাখছি, তেমনি প্রতিটি ইস্যুতেই আলোচনা হবে। ৫০ বছরে যে আলোচনা হয়নি, তা নিয়েও কথা হবে,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, “ভারতের অভিমান কেন আমাদের সঙ্গে? কার সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে, তা ভারত নির্ধারণ করে দেবে না।”
“তিন জোটের বিষয়ে একটা ইনফরমাল বৈঠক হয়েছে, এতে আরো কয়েকটা দেশ আসুক আমরা চাই,” বলেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনায় অগ্রগতি নেই। তবে প্রয়োজনে বৈদেশিক সহায়তা চাওয়া হবে।”
মালয়েশিয়ায় শ্রম শক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, মালায়েশিয়া তাদের ইচ্ছা অনুযায়ী ভিসা দেবে।
তিনি বলেন, “মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে, তারা সকলেই জঙ্গি না। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি। তদন্তের পর কেউ তেমন থাকলে, তাদের আইনের আওতায় আনা হবে।”
উপদেষ্টা আরো বলেন, “জুলাই আন্দোলন চলমান প্রেরণা। তবে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অনুকরণমূলক বাংলাদেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড.
ঢাকা/হাসান/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট আম দ র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫