পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
Published: 4th, August 2025 GMT
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই।”
আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সফরে আলোচ্য বিষয় নিয়ে সোমবার (৪ আগস্ট) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শিরোনামে সেমিনারে বক্তব্য দেন তিনি।
আরো পড়ুন:
‘পরীক্ষা-নিরীক্ষা’ পছন্দ হয়নি মিনহাজুলের
১০৪ রানে অল আউট হয়ে ৭৪ রানে হারল বাংলাদেশ
সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যু আছে, স্বার্থ আর ব্যবসা-বাণিজ্য আছে। এ সব বিষয় নিয়ে ইসহাক দারের সঙ্গে আলোচনা হবে।”
“অন্য আর ১০টা দেশের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রাখছি, তেমনি প্রতিটি ইস্যুতেই আলোচনা হবে। ৫০ বছরে যে আলোচনা হয়নি, তা নিয়েও কথা হবে,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, “ভারতের অভিমান কেন আমাদের সঙ্গে? কার সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে, তা ভারত নির্ধারণ করে দেবে না।”
“তিন জোটের বিষয়ে একটা ইনফরমাল বৈঠক হয়েছে, এতে আরো কয়েকটা দেশ আসুক আমরা চাই,” বলেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনায় অগ্রগতি নেই। তবে প্রয়োজনে বৈদেশিক সহায়তা চাওয়া হবে।”
মালয়েশিয়ায় শ্রম শক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, মালায়েশিয়া তাদের ইচ্ছা অনুযায়ী ভিসা দেবে।
তিনি বলেন, “মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে, তারা সকলেই জঙ্গি না। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি। তদন্তের পর কেউ তেমন থাকলে, তাদের আইনের আওতায় আনা হবে।”
উপদেষ্টা আরো বলেন, “জুলাই আন্দোলন চলমান প্রেরণা। তবে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অনুকরণমূলক বাংলাদেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড.
ঢাকা/হাসান/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট আম দ র
এছাড়াও পড়ুন:
দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে: দুলাল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী শুধু রূপগঞ্জের সম্পদ নয়, বরং গোটা দেশের সম্পদ। তার দূরদর্শী নেতৃত্বে তৎকালীন দেশের অনেক উন্নয়ন হয়েছে। তার ফল আমরা সারাদেশের মানুষ পাচ্ছি।
দেশের এই ক্লান্তিলগ্নে তার মত সত্য ও আদর্শবান লোকের বড় প্রয়োজন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিরাবো এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মোহাম্মদ দুলাল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ দুলাল হোসেন আরও বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশে নানা অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন , এবং ২০১২ সালের ৪ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।