পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই।”

আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সফরে আলোচ্য বিষয় নিয়ে সোমবার (৪ আগস্ট) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। 

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শিরোনামে সেমিনারে বক্তব্য দেন তিনি।

আরো পড়ুন:

‘পরীক্ষা-নিরীক্ষা’ পছন্দ হয়নি মিনহাজুলের

১০৪ রানে অল আউট হয়ে ৭৪ রানে হারল বাংলাদেশ

সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের ইস্যু আছে, স্বার্থ আর ব্যবসা-বাণিজ্য আছে। এ সব বিষয় নিয়ে ইসহাক দারের সঙ্গে আলোচনা হবে।”

“অন্য আর ১০টা দেশের সঙ্গে যেমন ভালো সম্পর্ক রাখছি, তেমনি প্রতিটি ইস্যুতেই আলোচনা হবে। ৫০ বছরে যে আলোচনা হয়নি, তা নিয়েও কথা হবে,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা। 

তৌহিদ হোসেন বলেন, “ভারতের অভিমান কেন আমাদের সঙ্গে? কার সঙ্গে আমাদের কী সম্পর্ক হবে, তা ভারত নির্ধারণ করে দেবে না।”

“তিন জোটের বিষয়ে একটা ইনফরমাল বৈঠক হয়েছে, এতে আরো কয়েকটা দেশ আসুক আমরা চাই,” বলেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনায় অগ্রগতি নেই। তবে প্রয়োজনে বৈদেশিক সহায়তা চাওয়া হবে।”

মালয়েশিয়ায় শ্রম শক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, মালায়েশিয়া তাদের ইচ্ছা অনুযায়ী ভিসা দেবে।

তিনি বলেন, “মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে, তারা সকলেই জঙ্গি না। আমরা তাদের কাছে সব ধরনের তথ্য চেয়েছি। তদন্তের পর কেউ তেমন থাকলে, তাদের আইনের আওতায় আনা হবে।”

উপদেষ্টা আরো বলেন, “জুলাই আন্দোলন চলমান প্রেরণা। তবে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। অনুকরণমূলক বাংলাদেশ তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড.

আসিফ নজরুল।

ঢাকা/হাসান/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র উপদ ষ ট আম দ র

এছাড়াও পড়ুন:

গাজীপুরের আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম ঢাকায় গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আশরাফুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।

রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা তিনটায় তেজগাঁও থানা-পুলিশ ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এ ছাড়া আশরাফুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা ও জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ