দাপট দেখাচ্ছে ‘সাইয়ারা’, হঠাৎ চমকে দিল ‘মহাবতার নরসিমা’
Published: 7th, August 2025 GMT
একদিকে প্রেম ও সুরের রোমান্টিক ঢেউয়ে ভাসিয়ে চলেছে ‘সাইয়ারা’, অন্যদিকে পৌরাণিক মিথ ও অ্যানিমেশনের অসাধারণ মিশেলে দর্শক টানছে ‘মহাবতার নরসিমা’। আর এই দুই ছবির মাঝখানে পড়ে ধুঁকছে বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ছবি ‘ধড়ক ২’ ও ‘সন অব সরদার ২’।
‘সাইয়ারা’র একচেটিয়া সাফল্যের কথা মাথায় রেখে অজয় দেবগনের ‘সন অব সরদার ২’-এর মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। ২৫ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটি প্রেক্ষাগৃহে আসে ১ আগস্ট। কিন্তু লাভ হয়নি। নবাগত অহান পান্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ছবিটি এরই মধ্যে বক্স অফিসে ব্লকবাস্টার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এদিকে ২৫ জুলাই মুক্তি পাওয়া অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিমা’ ধীরে ধীরে চমক দেখাতে শুরু করেছে। পৌরাণিক কাহিনিভিত্তিক এ ছবি এখন বক্স অফিসে অন্যতম আলোচিত নাম।
তারকাবহুল, কিন্তু দুর্বল গল্প
অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সন অব সরদার ২’ একটি পারিবারিক কমেডি। ২০১২ সালের জনপ্রিয় ছবি ‘সন অব সরদার’-এর সিক্যুয়েল হিসেবে দর্শকের অনেক প্রত্যাশা ছিল ছবিটি ঘিরে। মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয় ‘সাইয়ারা’র ভয়ে। কিন্তু তাতেও লাভ হয়নি। প্রথম ছয় দিনে ছবিটি আয় করেছে বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪৮ কোটি ৮০ লাখ টাকা, যেখানে ছবির বাজেট ছিল ১৫৫ কোটি টাকা। ষষ্ঠ দিনে ছবির আয় ছিল মাত্র ২ কোটি ৫৫ লাখ টাকা—যা স্পষ্টতই ব্যর্থতার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে প্রচলিত কৌতুক, ক্লিশে ডায়ালগ ও দুর্বল চিত্রনাট্যই হয়েছে এর ব্যর্থতার কারণ।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত ১
মেহেরপুরে সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় সমিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের হাবিব অটো রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তিনি।
মারা যাওয়া সমিকুল মেহেরপুর পৌর এলাকার মল্লিকপাড়ার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
রাজশাহীতে ট্রাকচাপায় তিন বন্ধু নিহত
বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত
মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা জানান, সমিকুল দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্লাস্টিকের বোতল ও পলিথিন সংগ্রহ করে বিক্রি করতেন। আজ সকালে সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসির বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, “পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ঢাকা/ফারুক/মাসুদ