সোনারগাঁয়ে স্ত্রীর হত্যার দায়ে প্রধান আসামী মো. কামাল হোসেন জামিনে বেরিয়ে এসে বাদি মো.ইউসুফকে প্রধান আসামী করে দুটি মামলা দায়ের করেন। 

নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও এক্সিকিউটিভ আদালতে পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও আসবাবপত্র লুটের অভিযোগ তুলে এ মামলা দায়ের করা হয়।

এ মামলায় হত্যা মামলার বাদিকে স্বাক্ষীদেরও আসামী করা হয়। স্ত্রী হত্যার দায় এড়ানোর কৌশল হিসেবে এ মামলা দুটি দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন বাদি ও এলাকাবাসী।

এছাড়াও চুরির মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে ব্যবসায়ীদের সাক্ষী না নিয়ে তদন্ত শেষ করার অভিযোগ উঠেছে। এঘটনায় উপজেলার মহজমপুর বাজারের ব্যবসায়ীরা গণ স্বাক্ষর নিয়ে শিল্প পুলিশের পুলিশ সুপারের কাছে শনিবার ১৬ আগস্ট সকালে একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের মো.

শহিদুল্লাহর মেয়ে ফারজানা আক্তারকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী কামাল হোসেন শারিরিক ও মানসিক নির্যাতন করে।

২০২৪ সালের ২রা সেপ্টেম্বর রাতে স্বামী কামাল হোসেন যৌতুক ও জমি লিখে দেওয়ার জন্য অজ্ঞাতনামা সহযোগিতায় কাঠের ডাসা দিয়ে শারিরিকভাবে নির্যাতন করে। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

৪ দিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসলে ৬ সেপ্টেম্বর রাতে ফারজানা আক্তার মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। 

পরে ১৭ নভেম্বর ময়না তদন্ত রিপোর্টে ফারজানা আক্তারকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রমাণ পায়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো.ইউসুফ বাদি হয়ে ফারজানার স্বামী মো.কামাল হোসেনসহ ৪জনকে আসামী করে ২৮ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলা দায়েরের পর পুলিশ নিহতের স্বামী কামাল হোসেনকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৫মাস জেল হাজতে থাকার পর চলতি বছরের ২২এপ্রিল জামিনে বের হয়। জামিনে বের হওয়ার পরই হত্যা মামলার বাদি নিহত ফারজানার বড় ভাই মো. ইউসুফকে প্রধান আসামী করে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও আসবাবপত্র লুটের অভিযোগ তুলে নারায়ণগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন।

এ মামলায় হত্যা মামলার স্বাক্ষীদেরও আসামী করেন কামাল হোসেন। সেই মামলায় উপজেলার জামপুরের মহজমপুর বাজারের ব্যবসায়ীদের স্বাক্ষী করা হয়। মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশকে দায়িত্ব দেয় আদালত।

পরে শিল্প পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবিরকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলের স্বাক্ষীদের কোন প্রকার সাক্ষ্য না নিয়েই তদন্ত শেষ করেছেন বলে অভিযোগ উঠেছে।

হত্যা মামলার বাদি মো. ইউসুফ জানান, যৌতুক ও জমি লিখে না দেওয়ায় তার বোনকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তার ছোট বোনকে হত্যার দায় এড়ানোর জন্য তাকে ও হত্যা মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে চুরির মামলা দেওয়া হয়েছে। তাছাড়া চুরির মামলার স্বাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়নি। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক কাজী গোলাম কবির বলেন, অভিযোগটি সত্য না। উভয় পক্ষের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়েছে। 

হত্যা মামলার আসামী ও চুরির মামলার বাদি মো. কামাল হোসেন জানান, হত্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন। তবে তিনি চুরির মিথ্যা মামলা দেননি। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।  

 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ দ য় র কর ন র জন য ইউস ফ ব যবস তদন ত

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু  এবং জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের  জন্য দোয়া করা হয়। 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ আলম, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জিতু,  মহানগর সাবেক ছাত্রদল নেতা মনির, রুবেল ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা জুবায়ের, আবির, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া, সিদ্ধিরগন্জ থানা যুবদল নেতা শওকত আলী , সাইদুল ইসলাম বাবু, ইব্রাহিম, ৮নং ওয়ার্ড ছাত্রদল নেতা কাউসার, তোলারাম কলেজ ছাত্রনেতা হিমেল, আাকশ, ৩নং ওয়ার্ড ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক মোহন, সদস্য ইমরান,  অনু, মোহম্মদ খান, রওশন, রনি, সালমান, জিসান, হাসিব, আমান, রায়হান, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জিহাদ প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে ভাইয়ের রাজনীতি চলবে না : গিয়াসউদ্দিন
  • হুমায়ূন-আনোয়ার প্যানেলের প্রচারণায় মুখর আদালতপাড়া 
  • খালেদা জিয়ার জম্মবার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের দোয়া
  • ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের