বিগ ব্যাশে খেলবেন অশ্বিন, সঙ্গী পাকিস্তানি বোলার
Published: 24th, September 2025 GMT
ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আবারও শিরোনামে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার আর আইপিএল অধ্যায়কে বিদায় জানিয়ে এবার তিনি পা রাখছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ সিডনি থান্ডারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছেন অশ্বিন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ও কোড স্পোর্টসের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই।
আইপিএলে দুইবারের শিরোপাজয়ী অশ্বিন গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে অবসর নেন। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান করেছিলেন তিনি। তার অবসরের ঘোষণাই ছিল এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা।
আরো পড়ুন:
আইসিসি র্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ, সেরা দশে মোস্তাফিজ
বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা
এখন সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ শেষ করেই তিনি যোগ দেবেন সিডনি থান্ডারে। ইতোমধ্যেই পাকিস্তানের শাদাব খান ও নিউ জিল্যান্ডের লোকি ফার্গুসনকে দলে নিয়েছে থান্ডার। ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস আছেন দীর্ঘমেয়াদি চুক্তিতে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অশ্বিন।
তবে বিষয়টি এত সহজ নয়। অশ্বিন এবারের বিবিএল বিদেশি ড্রাফটে নাম নিবন্ধন করেননি। ফলে তাকে খেলানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ ছাড় প্রয়োজন হবে। যদি সেটি মিলে যায়, তবে প্রথমবারের মতো কোনো হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার বিবিএলে নাম লেখাবেন।
এর আগে কেবল উন্মুক্ত চাঁদ অস্ট্রেলিয়ার এই লিগে খেলেছেন ২০২১-২২ মৌসুমে। মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু অশ্বিনের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের তারকার আগমন নিঃসন্দেহে বিবিএলকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।
আইএলটি-২০, বিবিএল আর ইংল্যান্ডের দ্য হানড্রেড- অশ্বিনের পরবর্তী দিনগুলো যেন এক নতুন বিশ্বভ্রমণের মতো। ইংলিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অশ্বিন নিজে আগ্রহী আগামী মৌসুমে দ্য হানড্রেডে খেলতে। তার পরিকল্পনা পরিষ্কার- আগামী কয়েক বছর বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলে যেতে চান তিনি।
অশ্বিনের নাম শুনলেই ভেসে ওঠে কৌশল আর বুদ্ধিদীপ্ত ক্রিকেটের ছবি। টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট; তার ভাণ্ডারভর্তি বৈচিত্র্য প্রতিপক্ষকে করেছে বিপর্যস্ত। আইপিএলে তার অবদান যেমন পরিসংখ্যানে অমলিন, তেমনি ভারতের হয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন তিনি অস্ট্রেলিয়া সফরে, যেখানে রেখে গেছেন এক অনন্য ছাপ।
এখন প্রশ্ন একটাই; বিবিএলে সবুজ-কালো জার্সি গায়ে চড়ালে কি অশ্বিন আবারও নতুন গল্প লিখবেন? ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ঐতিহাসিক প্রথম বলের জন্য।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন ডি কক, তিন সংস্করণে তিন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ডি কককে এই সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫ ওয়ানডে খেলা ডি কক ২০২৩ বিশ্বকাপেই সর্বশেষ খেলেছেন এই সংস্করণে।
পাকিস্তান সফরের আগে আগামী ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের জন্য ঘোষিত দলেও আছেন বাঁহাতি এই ওপেনার।
আরও পড়ুনফখরের আউট নিয়ে পাকিস্তান অধিনায়কের সন্দেহ৩ ঘণ্টা আগেসাদা বলে প্রোটিয়াদের হয়ে ডি কক সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ডি কক অফিশিয়ালি অবসরের ঘোষণা না দিলেও তাঁকে এরপর এই সংস্করণের দলে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ সাবেক কোচ রব ওয়াল্টার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্ধে নিশ্চিত ছিলেন না। তবে এ সময়ে সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন আগামী ডিসেম্বরে তেত্রিশে পা রাখতে যাওয়া ডি কক।
দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ডি ককের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং জাতীয় দলে খেলার বিষয়ে তিনি আবারও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। কনরাড বলেন, ‘কুইন্টনের সাদা বলে ফিরে আসা আমাদের শক্তি বাড়িয়েছে। গত মাসে আমরা যখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, তখন এটা পরিষ্কার হয়েছে যে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা এখনো তার আছে। সবাই জানে সে থাকলে দলটা কেমন হয়, তাকে ফিরে পাওয়ায় দল শুধু শক্তিশালীই হবে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলে এই সংস্করণ ছাড়বেন, সেটা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন ডি কক। তবে বিশ্বকাপ শুরুর পর সিদ্ধান্ত বদলে ইঙ্গিতও দিয়েছিলেন। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে—এ বিষয়টি মাথায় রেখে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ডি কক তখন বলেছিলেন, ‘এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায়। জীবনে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে। সম্ভাবনা আছে, তবে মনে হয় না এমন কিছু হবে।’
আরও পড়ুনরউফ-অভিষেকের বাগ্বিতণ্ডায় আম্পায়ারের হস্তক্ষেপ, আসলে কী হয়েছিল৪ ঘণ্টা আগেওয়ানডেতে ১৫৫ ইনিংসে ৪৫.৭৪ গড়ে ও ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬৭৭০ রান করেছেন ডি কক, পেয়েছেন ২১টি সেঞ্চুরি। ৯২ টি-টোয়েন্টিতে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২৫৮৪ রান করেছেন। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন ডি কক।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চার সেঞ্চুরি করে এ সংস্করণ ছেড়েছিলেন ডি কক