ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আবারও শিরোনামে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার আর আইপিএল অধ্যায়কে বিদায় জানিয়ে এবার তিনি পা রাখছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)-এ সিডনি থান্ডারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করতে যাচ্ছেন অশ্বিন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট ও কোড স্পোর্টসের প্রতিবেদন বলছে, আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই।

আইপিএলে দুইবারের শিরোপাজয়ী অশ্বিন গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে অবসর নেন। ২২১ ম্যাচে ১৮৭ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান করেছিলেন তিনি। তার অবসরের ঘোষণাই ছিল এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার যাত্রা।

আরো পড়ুন:

আইসিসি র‌্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন সাইফ, সেরা দশে মোস্তাফিজ

বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা

এখন সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী জানুয়ারির প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ শেষ করেই তিনি যোগ দেবেন সিডনি থান্ডারে। ইতোমধ্যেই পাকিস্তানের শাদাব খান ও নিউ জিল্যান্ডের লোকি ফার্গুসনকে দলে নিয়েছে থান্ডার। ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস আছেন দীর্ঘমেয়াদি চুক্তিতে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অশ্বিন।

তবে বিষয়টি এত সহজ নয়। অশ্বিন এবারের বিবিএল বিদেশি ড্রাফটে নাম নিবন্ধন করেননি। ফলে তাকে খেলানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ ছাড় প্রয়োজন হবে। যদি সেটি মিলে যায়, তবে প্রথমবারের মতো কোনো হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটার বিবিএলে নাম লেখাবেন।

এর আগে কেবল উন্মুক্ত চাঁদ অস্ট্রেলিয়ার এই লিগে খেলেছেন ২০২১-২২ মৌসুমে। মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাত্র দুটি ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু অশ্বিনের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের তারকার আগমন নিঃসন্দেহে বিবিএলকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে।

আইএলটি-২০, বিবিএল আর ইংল্যান্ডের দ্য হানড্রেড- অশ্বিনের পরবর্তী দিনগুলো যেন এক নতুন বিশ্বভ্রমণের মতো। ইংলিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, অশ্বিন নিজে আগ্রহী আগামী মৌসুমে দ্য হানড্রেডে খেলতে। তার পরিকল্পনা পরিষ্কার- আগামী কয়েক বছর বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে নিয়মিত খেলে যেতে চান তিনি।

অশ্বিনের নাম শুনলেই ভেসে ওঠে কৌশল আর বুদ্ধিদীপ্ত ক্রিকেটের ছবি। টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট; তার ভাণ্ডারভর্তি বৈচিত্র্য প্রতিপক্ষকে করেছে বিপর্যস্ত। আইপিএলে তার অবদান যেমন পরিসংখ্যানে অমলিন, তেমনি ভারতের হয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন তিনি অস্ট্রেলিয়া সফরে, যেখানে রেখে গেছেন এক অনন্য ছাপ।

এখন প্রশ্ন একটাই; বিবিএলে সবুজ-কালো জার্সি গায়ে চড়ালে কি অশ্বিন আবারও নতুন গল্প লিখবেন? ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ঐতিহাসিক প্রথম বলের জন্য। 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ব এল

এছাড়াও পড়ুন:

মায়ামি শহরের চাবি হাতে মেসি বললেন, এখন খেলে যাওয়ার সময়

অনেকের চোখেই লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আর কী পাওয়ার আছে, সেই প্রশ্ন আপনি করতেই পারেন। তবে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মনে করেন, তাঁর সামনে এখনো করার মতো অনেক কিছুই বাকি।

ইন্টার মায়ামিতে খেলা এই মহাতারকা বুধবার এক বিজনেস ফোরাম বা ব্যবসায়িক সম্মেলনে বলেন, ফুটবলজীবনে কী কী করেছেন, তা ফিরে দেখার সময় একদিন হবে তাঁর। তবে অবসরের আগে ফুটবলের নিজের অবদান ও অর্জন নিয়ে না ভাবার কথাও বলেছেন মেসি। সেই সময়টা যে ২০২৮ সালের আগে নয়, সেটি তো জানাই। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর নতুন চুক্তিটা তো ২০২৮ পর্যন্তই।  

এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।লিওনেল মেসি, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক

মায়ামির এই ব্যবসায়িক সম্মেলনে শহরটির মেয়র মেসির হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ফুটবলে তিনি কী দিয়ে যাচ্ছেন। স্প্যানিশ ভাষায় মেসির উত্তর, ‘এটা নিয়ে আমি এখনো ভাবিনি বা চিন্তিতও হইনি। একটা সময় তো অবসর নেবই। তখনই ক্যারিয়ারে যা করেছি, পেশাগত জীবনে যা অর্জন করেছি, সেসব আরও বেশি করে উপলব্ধি করতে পারব। কিন্তু এখন আমার খেলা উপভোগ করা এবং খেলে যাওয়ার সময়।’

মায়ামি শহরের চাবি হাতে লিওনেল মেসি

সম্পর্কিত নিবন্ধ

  • অবসরের ঘোষণার পর ন্যান্সি পেলোসিকে ‘শয়তান মহিলা’ বললেন ট্রাম্প
  • অবসরের ঘোষণা সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির
  • মায়ামি শহরের চাবি হাতে মেসি বললেন, এখন খেলে যাওয়ার সময়