‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’—ক্রিকেটে কথাটা বেশ প্রচলিত। প্রচলিত এ কথাতেই যেন মিথ্যা প্রমাণ করল ভারত ক্রিকেট দল। এবার এশিয়া কাপে এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের দলই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে। তাতে হংকংয়ের মতো আইসিসির সহযোগী দলও ভারতের পেছনে পড়েছে। আবার এই ভারতই সবার আগে নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনাল।

সুপার ফোরে গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত ক্যাচ ছেড়েছে ৫টি। ৬৯ রান করা সাইফ হাসান একাই জীবন পেয়েছেন চারবার। টি–টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানের বিপক্ষে এটাই সর্বোচ্চ ক্যাচ ফেলার নজির ভারতের।

সুপার ফোরে পাকিস্তান ম্যাচেও ফিফটি করা শাহিবজাদা ফারহানকে দুবার জীবন দিয়েছে ভারত। তাতে সবচেয়ে বড় ভুক্তভোগী ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর বলে চারটি সহজ ক্যাচ ছেড়েছেন ভারতের ফিল্ডাররা।

সব মিলিয়ে ভারত এবারের এশিয়া কাপে ক্যাচ ছেড়েছে ১২টি। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় হংকংয়ের (১১) চেয়ে একটি বেশি। বাংলাদেশ ক্যাচ ছেড়েছে ৮টি। বাংলাদেশ এই তালিকায় তৃতীয়, ৬টি ক্যাচ ছেড়ে শ্রীলঙ্কা চতুর্থ।

ভারত এবারের এশিয়া কাপে ক্যাচ ছেড়েছে ১২টি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিপিএল নিয়ে বিতর্ক কি এড়াতে পারবে আমিনুলের বোর্ড

বিসিবির নির্বাচন শেষ। আমিনুল ইসলামের নতুন পরিচালনা পর্ষদের সামনে শুরুতেই বড় চ্যালেঞ্জ বিপিএল। ডিসেম্বর–জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে তোড়জোড়ও শুরু হয়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে দ্রুতই চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে বিপিএলের নতুন গভর্নিং কাউন্সিল। এরপর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি বাছাই, প্লেয়ারস ড্রাফটসহ অন্যান্য কার্যক্রম।

ডিসেম্বরে বিপিএল শুরু করা মানে হাতে মাত্র দুই মাসের মতো সময়। একই রকম সময় নিয়ে বিপিএলের গত আসরও আয়োজন করতে হয়েছিল বিসিবিকে। কিন্তু তাড়াহুড়া করে সবকিছু করতে গিয়ে বিপিএল নিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছিল ফারুক আহমেদের বোর্ডকে। পরে তো খেলোয়াড়দের পাওনা বকেয়া আর স্পট ফিক্সিং বিতর্কে টালমাটাল হয়ে ওঠে টুর্নামেন্টটাই। অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে নিয়ম না মানারও।

ফারুক আহমেদের মতো এবারও বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হয়েছেন আমিনুল, সদস্যসচিব হিসেবে আছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তাঁদেরও অল্প সময়ের মধ্যেই টুর্নামেন্ট আয়োজনের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। বিপিএল নিয়ে এবারও তাই জটিল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা থাকছে।

সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল

সম্পর্কিত নিবন্ধ