কিশোরগঞ্জের মিঠামইনে ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মো. মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘‘কিছুদিন আগে মুকতু মিয়ার নববিবাহিত ছেলের বউ কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া প্রায়ই বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করতেন। মফিজ মিয়ার অভিযোগ, এ ঘটনায় তার সম্মান গেছে। মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন তিনি। শুক্রবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের মধ্যে ফের তর্ক শুরু হয়। এ সময় মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল শ্বশুরের পক্ষ নিয়ে হাতে কোদাল দিয়ে চাচা শ্বশুর মুকতু মিয়ার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রুমন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘প্রথম আলোকে সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে’

সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে প্রথম আলোর প্রতি পাঠকের আস্থা বেশি। প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, এটি জনমতের জায়গা। আলোর পথ দেখানো সামাজিক উদ্যোগের অংশীদার। প্রথম আলোর কাছে প্রত্যাশা, সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি আরও বেশি ইতিবাচক সংবাদ তুলে ধরবে। ভয় পেলে চলবে না, সমাজ গড়ার কাজে সাহসী সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে।

আজ সোমবার বিকেলে নওগাঁয় প্রথম আলো আয়োজিত এক সুধী সমাবেশে বক্তারা এসব মতামত তুলে ধরেন। পত্রিকাটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মৌসুমী বিদ্যানিকেতন মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়।

বিকেল চারটায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নওগাঁ বন্ধুসভার বন্ধু পারমিতা রায় ও সিথি সাহার সঞ্চালনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে তাঁদের মতামত তুলে ধরেন।

প্রথম আলোর বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে সুধী সমাবেশে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রথম আলোর প্রতি আস্থা রাখা যায়, যেটা অন্য কোনো গণমাধ্যমের প্রতি করা যায় না। ভবিষ্যতে প্রথম আলো ভয়ভীতি মোকাবিলা করে সাহসী সাংবদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

প্রথম আলো আয়োজিত সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। আজ সোমবার বিকেলে নওগাঁর মৌসুমী বিদ্যানিকেতন মিলনায়তনে

সম্পর্কিত নিবন্ধ