ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত
Published: 3rd, October 2025 GMT
কিশোরগঞ্জের মিঠামইনে ভাইজি জামাইয়ের কোদালের কোপে চাচা শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মো. মুকতু মিয়া (৭০) ওই গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি স্ত্রীসহ কলাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ‘‘কিছুদিন আগে মুকতু মিয়ার নববিবাহিত ছেলের বউ কাউকে না জানিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে মুকতু মিয়ার ছোট ভাই মফিজ মিয়া প্রায়ই বড় ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি করতেন। মফিজ মিয়ার অভিযোগ, এ ঘটনায় তার সম্মান গেছে। মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পাচ্ছেন তিনি। শুক্রবার দুপুরে একই বিষয় নিয়ে তাদের মধ্যে ফের তর্ক শুরু হয়। এ সময় মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল শ্বশুরের পক্ষ নিয়ে হাতে কোদাল দিয়ে চাচা শ্বশুর মুকতু মিয়ার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
তিনি আরো বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/রুমন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরপুরে পুলিশের পিওএমে হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি ভবনে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) পরিচালকের নিয়ন্ত্রণে থাকবে এই বহির্বিভাগ। এখন থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা পাবেন। আজ শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পিওএমের একটি ভবনে হাসপাতালের এই বহির্বিভাগ উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমবে। পুলিশ সদস্যরা এখন থেকে মিরপুরে পিওএমে চালু হওয়া বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন। এখানে রোগনির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন (পর্যবেক্ষণ) সুবিধা থাকবে এই বহির্বিভাগে।
মিরপুরে পিওএমের ভবনে হাসপাতালের বহির্বিভাগ সেবা উদ্বোধনের পর সেখানে চিকিৎসার বন্দোবস্ত ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ৩ অক্টোবর, ২০২৫