বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া। সুস্বাদু ও মানসম্মত মিষ্টির সরবরাহ। সঙ্গে আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশ। তাই হেরিটেজ সুইটস পেয়েছে গ্রাহকের আস্থা ও ভালোবাসা।

এবার বসুন্ধরা আবাসিক এলাকার ‘ই' ব্লকে ব্র্যান্ডটির তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ঢালী ফুড কোর্ট এলাকায় এই শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব) এস এম মনিরুল ইসলাম পলাশ।

এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও আইসিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এম এম জসীম উদ্দীন বলেন, “আমরা হেরিটেজ সুইটসের তৃতীয় শাখার উদ্বোধনের আগে যে দুটি শাখা উদ্বোধন করেছি, সেখানে আমাদের ভোক্তা সাধারণের অপরিসীম সাড়ায় আমরা তৃতীয় আউটলেটটি উদ্বোধন করার এই সাহসটা পেয়েছি। মিষ্টি বাঙালির খাদ্য তালিকায় আপ্যায়নে প্রথমেই থাকে। সেখানে যাতে গুণগত মান এবং বিশুদ্ধতা নিশ্চিত হয় সেটি আমাদের মূল লক্ষ্য। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, এ ধরনের একটি উদ্যোগ নিয়ে মানুষের খাদ্যের বিশুদ্ধতার মান অন্যান্য সকল ব্যবসার মত হেরিটেজ সুইটসও একইভাবে যে নিশ্চিত করে চলেছে।”

“আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য আসলে অনেক বড়। আমরা রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা যেতে চাচ্ছি এবং ইতোমধ্যেই সেখানে আউটলেট নেওয়া এবং গোছানোর কাজ চলছে।”

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে হেরিটেজ সুইটসের প্রথম শাখা এবং আই ব্লকে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সুস্বাদু ও মানসম্মত মিষ্টি সরবরাহ করার কারণে এ দুটি শাখা চালুর পর থেকেই গ্রাহকদের অসাধারণ সাড়া পড়ে। এরই ফলে ই ব্লকে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিকের ই ব্লকে ঢালি ফুড কোর্ট এলাকায় অবস্থিত নতুন শাখাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ র ট জ স ইটস ই ব লক

এছাড়াও পড়ুন:

ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ মেট্রিক টন কাগজ কিনছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে ৯১৪ মেট্রিক টন কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কাগজের দাম প্রায় ১১ কোটি ১১ লাখ টাকা। ইতোমধ্যে ১৭৮ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। বাকি ৭৩৬ মেট্রিক টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে। 

সোমবার (১০ নভেম্বর) কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মনোনয়ন বাতিল না করলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন বিএনপির টিপু

শেরপুরে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

তিনি জানিয়েছেন, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামী সালফেট কাগজ মিলে মোট ৯১৪.০০৯ মে. টন কাগজের অর্ডার পাওয়া গেছে। নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ মেট্রিক টন কাগজ সরবরাহের আদেশ পাওয়া গেছে। এসবের বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। গত শনিবার পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মেট্রিক টন।

ঢাকা/শংকর/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
  • ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ মেট্রিক টন কাগজ কিনছে ইসি
  • ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিয়েছে রাশিয়া, অন্ধকারে বিভিন্ন অঞ্চল
  • ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১
  • ‘জেনারেল উইন্টার’ ঘিরে পুতিনের নতুন কৌশল
  • রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কেনায় যুক্তরাষ্ট্রের ছাড়পত্র পেল হাঙ্গেরি