তিন চমক নিয়ে আর্জেন্টিনা দল ঘোষণা করলেন স্কালোনি
Published: 4th, October 2025 GMT
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই শেষ। এখন বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলে চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে হবে দলগুলোকে। আন্তর্জাতিক বিরতির এ ম্যাচগুলো দিয়েই মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপের স্কোয়াড। দলের একাদশ ও ফরমেশন নিয়ে পরীক্ষা–নিরীক্ষাও এসব ম্যাচেই করবেন কোচরা।
অক্টোবরে তেমনই দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচ দুটি সামনে রেখে গতকাল রাতে চমক উপহার দিয়ে আর্জেন্টিনার ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনির স্কোয়াডে বেশির ভাগ নাম পরিচিত হলেও আছে অপ্রত্যাশিত কয়েকটি চমক। এ দলে সবচেয়ে বড় চমক সম্ভবত গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস। রেসিংয়ের ২৮ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
আরও পড়ুনআর্জেন্টিনা দলে নতুন ম্যাক আলিস্টার-আলভারেজ-ফার্নান্দেজের খোঁজে স্কালোনি ২০ আগস্ট ২০২৫ক্যামবেসেসের মতো প্রথমবার দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী সেন্টার ব্যাক লাওতারো রিভেরো। সেন্ট্রাল কর্দোবায় ধারে খেলার পর সম্প্রতি তাঁকে ফিরিয়ে এনেছে রিভার প্লেট। প্রতিভার দ্যুতি ছড়িয়েই স্কালোনির দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ।
আর্জেন্টিনা দলে চমক গোলরক্ষক ক্যামবেসেস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
প্রথমবার ‘অস্কার’ পেলেন টম ক্রুজ
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ। গত রোববার রাতে ক্যালিফোর্নিয়ায় ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। চার দশকের ক্যারিয়ারে এটি টম ক্রুজের অন্যতম বড় অর্জন। এ পর্যন্ত চারবার মনোনয়ন পেলেও একবারও প্রতিযোগিতামূলক অস্কার জিততে পারেননি টম।
চলতি বছর এ সম্মান আরও পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। এ ছাড়া সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন পান জিন হারশল্ট মানবিকতা পুরস্কার। তবে স্বাস্থ্যগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অস্কার গ্রহণের পর বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে কীভাবে তাঁর গভীর সংযোগ তৈরি করেছে, তা নিয়ে কথা বলেন টম ক্রুজ। বলতে বলতে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৬৩ বছর বয়সী তারকা। পর্দার সামনে-পেছনে অক্লান্ত পরিশ্রমে যাঁরা সিনেমা তৈরি করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান টম ক্রুজ।
টম ক্রুজ। এএফপি