নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আজও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন বিক্ষোভকারীরা। জেলা শহর মাইজদী ও সুবর্ণচর উপজেলায় সড়ক অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে জেলার সেনবাগ উপজেলায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে থানার মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সাংবাদিক এম এ আউয়াল, পৌর বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

দুপুর পৌনে ১২টায় জেলা শহর মাইজদীতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেখান থেকে প্রধান সড়ক ঘুরে মাইজদীর মোহাম্মদীয় মোড়ে সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন। কর্মসূচির কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকায় সকাল ১০টার দিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁরা চর জব্বার-চেয়ারম্যানঘাট সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন।

এ ছাড়া একই দাবিতে আজ সকালে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বাজারেও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। কর্মসূচিতে নোয়াখালী বিভাগ চেয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন বিক্ষোভকারীরা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল অবর ধ

এছাড়াও পড়ুন:

এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, “এখনো কালো মেঘের ছায়া কাটেনি। দেশজুড়ে এখনো ষড়যন্ত্রের জাল ছড়িয়ে আছে।”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর বিএনপির পরিচিতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, শেখ হাসিনার প্রথম মামলার রায়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী এক পরাশক্তি দেশ রায় ও আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। 

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতার কথা বললেও তাদের আচরণে স্পষ্ট পক্ষপাত লক্ষ করা যাচ্ছে। এখন আমাদের সামনে একটা বড় সুযোগ আসছে—ক্ষমতায় যাওয়ার সুযোগ। কিন্তু, সেটা যেন দলীয় বিশৃঙ্খলায় নষ্ট না হয়। কেউ নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না, আমি হলেও না। সবাইকে হালাল পথে, ন্যায্যতার ভিত্তিতে চলতে হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, সামনে বড় চ্যালেঞ্জ আসছে, তা মোকাবিলায় ধৈর্য ও সংযমের বিকল্প নেই। 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তথ্য-প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে কারিগরি জ্ঞান অর্জন জরুরি।”

উপজেলার মোহনগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবাদ/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ১২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
  • ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের
  • এখনো কালো মেঘের ছায়া কাটেনি: বাবর
  • বগুড়ায় নৃশংসভাবে বিড়াল হত্যার প্রতিবাদে মানববন্ধন
  • ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি
  • প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
  • সড়ক দুর্ঘটনায় আরিফুল, সৌভিকের মৃত্যু হত্যাকাণ্ড কি না, প্রশ্ন জোনায়েদ সাকির
  • গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল
  • নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন