লালমনিরহাটে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫
Published: 5th, October 2025 GMT
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে টর্নেডোর আঘাতে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রবিাবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দুই গ্রামে টর্নেডো আঘাত হানে। বর্তমানে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাসিন্দারা।
আরো পড়ুন:
ভিয়েতনামে ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে নিহত ৮
ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যু
উপড়ে পড়া গাছ
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে আঘাত হানে টর্নেডো। তীব্র বাতাসে উড়ে যায় ঘরের টিনের চালা, ভেঙে পড়ে আধাপাকা ও কাঁচা বাড়ির দেয়াল। গাছপালা উপড়ে পড়ে ও তার ছিঁড়ে পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। পাশাপাশি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাড়ি হারানো বয়োবৃদ্ধ ছফুরউদ্দিন বলেন, “আমার তো আর কিছু রইলো না গো, সব সম্বল মাটির সঙ্গে মিশে গেছে। কোথায় যাব এই বুড়ো বয়সে?”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তাদের খাবার ও জেলা প্রশাসানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।”
ঢাকা/সিপন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।
তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।