সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের তল্লাশচৌকিতে আটক হওয়া একটি বালুবোঝাই ট্রাক ‘মব’ সৃষ্টি করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পরিবহনশ্রমিক নেতার বিরুদ্ধে। দুটি বাসে করে লোকজন নিয়ে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে মব সৃষ্টি করে ওই পরিবহনশ্রমিক নেতা ট্রাকটি নিয়ে যান। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা অচল করে দেওয়ার হুমকি দেন মব সৃষ্টিকারীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের প্রবেশ ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। ঘটনার সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত পরিবহনশ্রমিক নেতার নাম মাহফুজ আহমদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদাপাথর লুটপাট–কাণ্ডের পর সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনের সড়কে তল্লাশিচৌকি বসায় কোম্পানীগঞ্জ থানা–পুলিশ। ওই তল্লাশিচৌকিতে পাথর ও বালুবোঝাই যানবাহনগুলো থামিয়ে কাগজপত্র তল্লাশি করা হয়। বেলা সোয়া ১১টার দিকে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি বালুবোঝাই ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালকের কাছে কাগজ চাওয়া হলে বৈধ কোনো কাগজ প্রদর্শন করতে পারেননি। এ সময় ট্রাকচালক মুঠোফোনের মাধ্যমে একজনকে ফোন করে বিষয়টি জানান। এর কিছু সময় পরই দুটি বাসে করে শতাধিক লোক তল্লাশিচৌকিতে আসেন। বাস থেকে নেমে তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এর নেতৃত্ব দেন পরিবহনশ্রমিক নেতা মাহফুজ আহমদ। এ সময় পরিবহনশ্রমিকেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাস্তায় চলাচল করা যানবাহন থেকে চাঁদা দাবির অভিযোগ তোলেন। একপর্যায়ে আটক হওয়া বালুবোঝাই ট্রাক সেখান থেকে নিয়ে চলে যান।

এ সময় পরিবহনশ্রমিকদের ধারণ করা একটি ভিডিওতে মাহফুজকে বলতে শোনা যায়, ‘কোম্পানীগঞ্জের পুলিশ প্রতিদিন চাঁদাবাজি করে, শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন চাঁদা দাবি করে, হয়রানি করে। এএসআই হামিদ ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছে।’ এ সময় মাহফুজ আহমদকে পুলিশ সদস্যদের দিকে তেড়ে যেতে দেখা যায়।

অন্য আরকেটি ভিডিওতে বাসে করে আসা লোকজনকে বালুবোঝাই ট্রাকের সামনে এসে থামতে দেখা যায়। এ সময় বাস থেকে নামা লোকজন লাঠি হাতে থাকা এক পুলিশ সদস্যকে ঠেলে রাস্তার পাশে নামিয়ে দেন। ভিডিওতে মাহফুজ আহমদকেও এক পুলিশ সদস্যকে ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। একপর্যায়ে বালুবোঝাই ট্রাকটিকে তল্লাশচৌকি থেকে নিয়ে যান পরিবহনশ্রমিকেরা।

পরিবহনশ্রমিক নেতা মাহফুজ আহমদ জানান, পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে সিলেট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে তিনটি বাসে করে যাচ্ছিলেন। এ সময় একজন ট্রাকচালক ফোন দিয়ে ট্রাক আটকের বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন পুলিশ তল্লাশচৌকিতে মাটি নিয়ে যাওয়া একটি ট্রাক আটক করে পাঁচ হাজার টাকা দাবি করেছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তারা তাঁকে (মাহফুজ আহমদকে) ধাক্কা দেয়। এতে অন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করতে গেলে তিনি নিবৃত্ত করেন বলে দাবি করেন। কিন্তু এখন পুলিশ উল্টো অপপ্রচার চালাচ্ছে। মাহফুজ বলেন, পুলিশকে দিয়ে চাঁদাবাজি করানো হচ্ছে। টাকা দিলে বৈধ আর না দিলে অবৈধ বলে আটক করা হচ্ছে। সাদাপাথর লুটপাটের পেছনেও পুলিশ সদস্যরা জড়িত বলেও দাবি ওই শ্রমিকনেতার।

তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ বলেন, চৌকিতে তিনি দায়িত্ব পালন করছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রাক আটক করে বৈধ কাগজপত্র চাইলে ট্রাকচালক একজনকে ফোন দিয়েছিলেন। এর পরপরই পরিবহনশ্রমিক নেতা মাহফুজ দুটি বাসে করে আসা লোকজন নিয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে মব সৃষ্টি করে আটক করা ট্রাকটি নিয়ে চলে যান। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিক নেতা মাহফুজ বাসবোঝাই মানুষ নিয়ে গিয়ে পুলিশের ওপর আক্রমণ করে বালুবোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক প ল শ সদস য ট র ক আটক এ ঘটন ব ষয়ট উপজ ল এ সময়

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ফাইনাল স্টেজে আছে: সালাহউদ্দিন 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ধাপে আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তি‌নি ব‌লে‌ছেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে একটা ফাইনাল স্টেজে (চূড়ান্ত ধাপে) আমরা আছি…। মোটাদাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।

র‌বিবার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে এসব কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

জুলাই সনদের বিভিন্ন ধারার ওপর ‘নোট অব ডিসেন্ট’ থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে। অঙ্গীকারনামায় সবাই সই করবেন…। ওয়েবসাইটে যাবেন, সব পার্টির ইশতেহারে থাকবে। জনগণ জানবে, জুলাই সনদে কী আছে। যারা ম্যান্ডেট পাবেন, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবেন।

গণভোটের প্রস্তাব প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কি না, এটা একটা প্রশ্ন। তাই, জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে, আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।

গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রেফারেন্ডামের (গণভোট) যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে রিইনস্টেট (পুনঃপ্রতিষ্ঠিত) হয়েছে। এখন রেফারেন্ডাম করা যাবে না, এমন কোনো বিধান সংবিধানের আর কোথাও নেই। সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে—একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে রেফারেন্ডাম (গণভোট) করার জন্য।

রেফারেন্ডামের (গণভোট) মাধ্যমে যে জনরায় আসবে, সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং, সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন বলে জানান বিএন‌পির এই নেতা।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, যদি আগামী সংসদে জুলাই সনদের বিরোধী এমপিরা সংখ্যাগরিষ্ঠ হন, তবে কি তারা গণরায় মানতে বাধ্য থাকবেন? জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জনরায় হচ্ছে চূড়ান্ত। যখন যে পক্ষে বলবে, তখন সেই সংসদ ও সংসদ সদস্যরা সেটা মানতে বাধ্য।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক      

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ফাইনাল স্টেজে আছে: সালাহউদ্দিন 
  • খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম ঘোষণা
  • আ.লীগ-বিএনপি-জাপার শাসনাম‌লে ভাগ্যের পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
  • ভাষাসংগ্রামী আহমদ রফিককে বিনম্র শ্রদ্ধা, মরদেহ দান
  • আহমদ রফিকের প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
  • ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ আগামীকাল শহীদ মিনারে নেওয়া হবে
  • আহমদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
  • ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা গেছেন
  • ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই