সেভিয়া ৪: ১ বার্সেলোনা

সেভিয়ার মাঠে আজ মাঠে নামার আগ পর্যন্ত বার্সেলোনাই ছিল লা লিগায় একমাত্র অপরাজিত দল। ম্যাচ শেষে আর সেটা বলা যাচ্ছে না। লিগে বার্সেলোনাকে মৌসুমের প্রথম হারের স্বাদটা আজই দিয়েছে সেভিয়া, সেটাও খুব তিক্তভাবে। একটা নয়, দুটি নয়, একে একে চারটা গোল হজম করেছে বার্সা। শোধ দিতে পেরেছে মাত্র একটি।

৪-১ গোলের এই হারে লা লিগার শীর্ষে যাওয়ার সুযোগও হারিয়েছে বার্সা। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে কাতালানরা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের পর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয়ে সেভিয়া উঠে এসেছে লিগ টেবিলের চার নম্বরে, ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল তিনে।

আরও পড়ুনশীর্ষে ওঠা রিয়ালকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপ্পে১১ ঘণ্টা আগে

 সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে যাওয়া ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে আজ দল নামিয়েছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। সেই দুজনের একজন রোনাল্ড আরাউহো। বার্সেলোনাকে বিপদে ফেলেন তিনিই। আইজ্যাক রোমেরোকে পেনাল্টি বক্সে ফাউল করে বসেন। ভিডিও রিভিউ দেখে পেনাল্টি দেন রেফারি। ১২ গজ দূর থেকে গোল করতে ভুল করেননি সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেস।

দারুণ জয়ে উচ্ছ্বসিত সেভিয়ার খেলোয়াড়েরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৃষ্টি উপেক্ষা করে কলকাতায় জমজমাট ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজাকে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেসকো ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পূজার আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সাল থেকে দুর্গাপূজা শেষে কলকাতা ও শহরতলির সেরা প্যান্ডেল ও প্রতিমাগুলোকে নিয়ে বর্ণাঢ্য কার্নিভ্যালের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কার্নিভ্যাল। রোববার বিকেল সাড়ে চারটায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। কার্নিভ্যালে দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নিয়েছে শ্রীভূমি স্টেটিং ক্লাব, সন্তোষ মিত্র স্কয়ার, কলেজ স্কয়ার, কুমারটুলী পার্ক, আহিরীটোলা সর্বজনীন, দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, যোধপুর পার্ক, হাতিবাগান সর্বজনীন, সিংহী পার্ক, শিয়ারদহ কালচারাল অ্যাসোসিয়েশন, বাগবাজার সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, সিকদার বাগান দুর্গোৎসব, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শতিলা মন্দির, বাদামতলা আষাঢ় সংঘ, মহম্মদ আলি পার্ক সর্বজনীন, শিবমন্দির পূজা কমিটি, দমদম পার্ক তরুণ সংঘ, মানিকতলা চালতাবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী ক্লাবসহ মোট ১১৬টি পূজা কমিটি।

কার্নিভ্যালে কলকাতার বাসিন্দাদের পাশাপাশি বিদেশি দূতাবাসের কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। ইউনেসকো ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেপাল, চীন, থাইল্যান্ড, মিয়ানমার ও ভুটানের কূটনীতিকেরা এদিন উপস্থিত ছিলেন।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নেন নানা শ্রেণি–পেশার মানুষ। ৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ