ব্রেন্টফোর্ড ০: ১ ম্যান সিটি

আর্লিং হলান্ড গোল করেছেন। ম্যানচেস্টার সিটি জিতেছে। পেপ গার্দিওলা দারুণ এক কীর্তি গড়েছেন। আন্তর্জাতিক ফুটবলের জন্য ক্লাব ফুটবলে বিরতি পড়ার আগে শেষটা দারুণ হলো ম্যান সিটির। ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ অপরাজিতও রইল গার্দিওলার দল।

এই ম্যাচের আগে পর্যন্ত প্রিমিয়ার লিগে হলান্ড শুধু দুটি মাঠে গোল করতে পারেননি, অ্যানফিল্ড ও ব্রেন্টফোর্ডের জিটেক স্টেডিয়াম। তবে আজ মাঠে নামার নবম মিনিটেই জিটেক স্টেডিয়ামে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ফেললেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

আরও পড়ুনবার্সেলোনার জালে ৪ গোল দিয়ে সেভিয়ার দুর্দান্ত জয়১ ঘণ্টা আগে

ইওস্কো গাভারদিওলের  লম্বা পাস ডান পায়ে থামিয়ে ঘুরে দাঁড়ান হলান্ড। এক ডিফেন্ডারকে কাটিয়ে আরেকজনকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন ব্রেন্টফোর্ডের জালে। এই মৌসুমে লিগে এটি হলান্ডের নয় নম্বর গোল। এখন প্রিমিয়ার লিগে খেলা ২৩টি স্টেডিয়ামের মধ্যে ২২টিতেই গোল করেছেন হলান্ড। সাফল্যের হার শতকরা ৯৬, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫০ জয়ের কীর্তি গড়েছেন পেপ গার্দিওলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হল ন ড

এছাড়াও পড়ুন:

বৃষ্টি উপেক্ষা করে কলকাতায় জমজমাট ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজাকে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেসকো ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পূজার আয়োজনকে আরও আকর্ষণীয় করতে পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সাল থেকে দুর্গাপূজা শেষে কলকাতা ও শহরতলির সেরা প্যান্ডেল ও প্রতিমাগুলোকে নিয়ে বর্ণাঢ্য কার্নিভ্যালের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কার্নিভ্যাল। রোববার বিকেল সাড়ে চারটায় এ কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। কার্নিভ্যালে দুর্গা প্রতিমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নিয়েছে শ্রীভূমি স্টেটিং ক্লাব, সন্তোষ মিত্র স্কয়ার, কলেজ স্কয়ার, কুমারটুলী পার্ক, আহিরীটোলা সর্বজনীন, দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, যোধপুর পার্ক, হাতিবাগান সর্বজনীন, সিংহী পার্ক, শিয়ারদহ কালচারাল অ্যাসোসিয়েশন, বাগবাজার সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, সিকদার বাগান দুর্গোৎসব, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শতিলা মন্দির, বাদামতলা আষাঢ় সংঘ, মহম্মদ আলি পার্ক সর্বজনীন, শিবমন্দির পূজা কমিটি, দমদম পার্ক তরুণ সংঘ, মানিকতলা চালতাবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী ক্লাবসহ মোট ১১৬টি পূজা কমিটি।

কার্নিভ্যালে কলকাতার বাসিন্দাদের পাশাপাশি বিদেশি দূতাবাসের কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। ইউনেসকো ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেপাল, চীন, থাইল্যান্ড, মিয়ানমার ও ভুটানের কূটনীতিকেরা এদিন উপস্থিত ছিলেন।

বৃষ্টি উপেক্ষা করে এই বছরের কার্নিভ্যালে অংশ নেন নানা শ্রেণি–পেশার মানুষ। ৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ