গুগলে কম সময়ে প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল
Published: 6th, October 2025 GMT
অনলাইনে তথ্য অনুসন্ধানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গুগল। প্রতিদিন কোটি কোটি মানুষ নানা বিষয়ে জানতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। কিছু সহজ কৌশল মেনে চললে গুগলে তথ্য খোঁজা আরও দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। গুগল সার্চের অভিজ্ঞতা উন্নত করার সাতটি কৌশল জেনে নেওয়া যাক।
১. নির্দিষ্ট বাক্যাংশ খোঁজ করা
কোনো বাক্য বা শব্দগুচ্ছ ঠিক যেমন আছে, তেমনভাবে খুঁজতে চাইলে সেটি উদ্ধৃতি চিহ্ন (“ ”) দিয়ে লিখতে হবে। যেমন “বেস্ট পিজ্জা ইন ঢাকা” লিখে সার্চ করলে গুগল কেবল এই নির্দিষ্ট বাক্যাংশযুক্ত ফলাফলই দেখাবে। এতে অপ্রাসঙ্গিক লিংক ঘাঁটাঘাঁটি না করে সরাসরি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
২.
অপ্রাসঙ্গিক ফলাফল বাদ দেওয়া
কোনো শব্দ সার্চের ফল থেকে বাদ দিতে চাইলে শব্দটির পর মাইনাস (ফ্রুট-) চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ‘অ্যাপল-’ লিখলে শুধু অ্যাপল প্রতিষ্ঠানের তথ্যই দেখাবে গুগল। ফল আপেল–সংক্রান্ত কোনো তথ্য দেখা যাবে না সার্চ ফলাফলে। নির্দিষ্ট বিষয়ের তথ্য খোঁজার সময় এটি বেশ কার্যকর।
৩. শব্দের অর্থ জানা
গুগলের মাধ্যমে অনেকেই বিভিন্ন শব্দের অর্থ জানতে চান। গুগল ট্র্যান্সলেট চালুর ঝামেলা ছাড়াই কোনো শব্দের অর্থ জানতে সার্চবারে লিখতে হবে ‘Define:’ শব্দ। গুগল সঙ্গে সঙ্গে সেই শব্দের অর্থ, উচ্চারণ ও ব্যবহার দেখাবে।
৪. বাক্যের পুরো অংশ মনে না থাকলে
কোনো বাক্যের পুরো অংশ মনে না থাকলে সেখানে তারকা (*) চিহ্ন ব্যবহার করা যায়। যেমন ‘বেস্ট * প্লেস ইন বাংলাদেশ’ লিখলে গুগল ফাঁকা অংশটি নিজে থেকে পূরণ করে সম্ভাব্য ফলাফল দেখাবে। আংশিক তথ্য থেকে তথ্য খোঁজার জন্য এটি বেশ কার্যকর।
৫. বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে টাকার মান জানা
গুগল সার্চের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে মুদ্রা বা পরিমাপের একক রূপান্তর করা যায়। ১০০ মার্কিন ডলার টু টাকা বা ১০ কিলোমিটার টু মাইল লিখলেই গুগল সঙ্গে সঙ্গে দুই দেশের টাকার মানের পাশাপাশি দূরত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেখাবে।
আরও পড়ুনগুগলে যেসব বিষয় কখনো সার্চ করবেন না ১৬ জুন ২০২৫৬. ফ্লাইট, আবহাওয়া ও খেলার ফলাফল জানা
নির্দিষ্ট উড়োজাহাজের অবস্থান, আবহাওয়া বা খেলার ফলাফলা জানতে এখন আলাদা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। এ জন্য নির্দিষ্ট ফ্লাইটের নাম লিখে স্ট্যাটাস বা ঢাকা ওয়েদার শুধু লিখতে হবে।
৭. নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য অনুসন্ধান
শুধু একটি ওয়েবসাইটে তথ্য খুঁজতে চাইলে সার্চবারে লিখতে হবে ‘: সাইটের নাম ও কাঙ্ক্ষিত সার্চ কি–ওয়ার্ড’। এর ফলে পুরো ওয়েব না ঘেঁটে সরাসরি সেই ওয়েবসাইটে থাকা সব তথ্য দ্রুত জানা যাবে।
সূত্র: টেকলুসিভ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র গ গল স ফল ফল
এছাড়াও পড়ুন:
কোনো সরকার শিক্ষা নিয়ে তেমন কিছু করেনি, বর্তমান সরকারও না
বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ভালোভাবে হয় না। সমস্যাটি নতুন নয়, অনেক আগে থেকেই এমন হয়ে আসছে। এটা কাঠামোগত সমস্যা। খণ্ডিতভাবে দেখে, খণ্ডিত উদ্যোগ নিয়ে সমস্যাটির সমাধান হবে না। শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য কমানো দরকার।
ধনী ও সচ্ছল পরিবারের সন্তানেরা ভালো শিক্ষা পাবে, নিম্নবিত্তের সন্তানেরা পাবে না, সেটা হতে পারে না। শিক্ষার জন্য সম্পদের সংস্থান কোথা থেকে হবে, সেটার পথ খোঁজা দরকার। সব মিলিয়ে খাত ধরে একটি বড় ধরনের পর্যালোচনা হতে হবে। সেটা কয়েক দিন বা মাসের বিষয় নয়। পর্যালোচনাটি দরকার গভীর ও বিস্তৃত।
আরও পড়ুনবিদ্যালয়ে যেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক২ ঘণ্টা আগেবর্তমান সরকার ১১টি বিষয়ে সংস্কার কমিশন করেছে। শিক্ষা খাত নিয়ে কোনো সংস্কার কমিশন করা হয়নি। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি করেছিল। সেই কমিটির প্রধান ছিলাম আমি। আমরা প্রতিবেদন সরকারের কাছে দিয়েছি। সেখানে বিভিন্ন সুপারিশ রয়েছে। কিন্তু সেটা নিয়ে তেমন কোনো কাজ হয়নি। খণ্ডিতভাবে দু-একটি সুপারিশ হয়তো বাস্তবায়ন হয়ে থাকতে পারে।
২০১০ সালে শিক্ষানীতি হয়েছে। তবে তা অনেকাংশে বাস্তবায়ন হয়নি। কারণ, সরকারগুলো কর্তৃত্ব ধরে রাখতে চায়। বিগত ৫৪ বছরে কোনো সরকারই শিক্ষা নিয়ে তেমন কিছু করেনি। বর্তমান সরকার অন্তত একটা সূচনা করতে পারত। সেটাও করেনি।
শিক্ষা খাত আমাদের রাজনৈতিক ব্যর্থতার একটি উদাহরণ। এ খাতের বড় ধরনের সংস্কার দরকার। অতীতের সরকারগুলো যেমন এ খাত নিয়ে কাজ করেনি, তেমনি ভবিষ্যতের সরকার সংস্কার করবে, সে আশাও করতে পারছি না। তবু আশা নিয়ে থাকতে হবে।
মনজুর আহমদ: শিক্ষাবিদ ও ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক।
[মতামত লেখকের নিজস্ব]