সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের তল্লাশিচৌকিতে আটক হওয়া বালুবোঝাই একটি ট্রাক ‘মব’ সৃষ্টি করে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর তিন দফা দাবিতে আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বৈঠক করে ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিক নেতারা। এর আগে রাত সাড়ে আটটার দিকে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন।

তিন দফা দাবির মধ্যে আছে—পরিবহনশ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সড়কে চাঁদাবাজি বন্ধ এবং রোববার কোম্পানীগঞ্জে পরিবহনশ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদাপাথর লুটপাটের ঘটনার পর সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে তল্লাশিচৌকি বসায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। সেখানে পাথর ও বালুবোঝাই যানবাহন থামিয়ে কাগজপত্র তল্লাশি করা হয়। গতকাল বেলা সোয়া ১১টার দিকে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী বালুবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশ। চালকের কাছে কাগজ চাওয়া হলে তিনি বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি। এ সময় ট্রাকচালক মুঠোফোনে একজনকে বিষয়টি জানান। কিছু সময় পর দুটি বাসে করে শতাধিক মানুষ তল্লাশিচৌকিতে এসে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এতে নেতৃত্ব দেন পরিবহনশ্রমিক নেতা মাহফুজ আহমদ। একপর্যায়ে আটক বালুবোঝাই ট্রাক সেখান থেকে তাঁরা নিয়ে যান।

পরিবহনশ্রমিকদের ধারণ করা একটি ভিডিওতে মাহফুজ আহমদকে বলতে শোনা যায়, ‘কোম্পানীগঞ্জের পুলিশ প্রতিদিন চাঁদাবাজি করে, শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন চাঁদা দাবি করে, হয়রানি করে। এএসআই হামিদ ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছে।’ ভিডিওতে দেখা যায়, মাহফুজ আহমদ পুলিশ সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন।

পরিবহনশ্রমিকদের দাবি, ট্রাকটি বালু নয়, মাটি বহন করছিল। পুলিশ সদস্যরা টাকা দাবির চেষ্টা করেছেন এবং চালককে মারধর করেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ বলেন, পরিবহনশ্রমিকদের মারধর, চাঁদাবাজি ও মামলার প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি দেওয়া হয়েছে। শ্রমিকেরা কোনো পিকেটিং করবেন না। শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হবে। মামলা প্রত্যাহার না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মবিরতি পালন করা হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা ও মব সৃষ্টি করে বালুবোঝাই ট্রাক নিয়ে যাওয়া হয়েছে। এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ভিডিও দেখে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদসহ ১৫ জনকে শনাক্ত করে মামলায় নাম উল্লেখ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ল শ সদস য

এছাড়াও পড়ুন:

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, সর্বোচ্চ সংক্রমণ

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছিল। পরিস্থিতি দেখে একাধিক জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ ওই মাসে বলেছিলেন, অক্টোবর বা নভেম্বর পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে। এ মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) নয়জনের মৃত্যু হয়েছে। আর এ সময় একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যায় রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছিল। এটি ছিল এ বছরের সর্বোচ্চ মৃত্যু। আজ আবার নয়জন মারা গেল।

জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বে–নজীর আহমদ আজ প্রথম আলোকে বলেন, এভাবে দিনের পর পর ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে আর সরকার নিষ্ক্রিয় দর্শক হিসেবে তা দেখছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোপরি সরকারের কাছে ডেঙ্গুতে মৃত্যু যেন কাঙ্ক্ষিত হয়ে গেছে। তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। যদি এভাবে দিনের পর দিন এভাবে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকে তবে তা সরকারের নিষ্ক্রিয়তাই প্রমাণ করে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর যে ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে তার মধ্যে ছয়জনেরই মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার হাসপাতালগুলোতে। বাকি দুইজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি এবং চট্টগ্রাম বিভাগে। তাদের মধ্যে চারজন মারা গেছে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকি তিনজন মারা গেছেন ডিএনসিসি কোভিড–১৯ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কক্সবাজারের ২৫০ শয্যার হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১৭ জন পুরুষ এবং ৩২৫ জন নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮৩ জন রোগী।

চলতি বছর এর আগে ২৪ ঘণ্টায় এত রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন আজ প্রথম আলোকে বলেন, গতকানুগতিক পন্থায় সরকার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলেই পরিস্থিতি এত নাজুক হয়ে পড়েছে। তারা ভেবেছিল, এভাবেই পরিস্থিতির নিয়ন্ত্রণ সম্ভব। বাস্তবে যে তা হয় না এটা প্রমাণ মিলছে। আমরা শুরু থেকেই এবারের পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ার আশঙ্কা করেছিলাম। কিন্তু সরকার এতে কান দেয়নি। ডেঙ্গু ছড়িয়েছে ঢাকার বাইরে বেশি। এদিকে সমস্ত নজর ঢাকার দিকে। স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রিকরণ ছাড়া পরিস্থিতির কোনো উন্নতি হবে না।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২২ জন ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটির হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জন। ঢাকার দুই সিটির বাইরে বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বোচ্চ সংক্রমণ হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ১৯৫ জন। এর মধ্যে বরগুনার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

দেশে ২০০০ সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় তখন তা ছিল মূলত রাজধানীকেন্দ্রিক রোগ। কিন্তু দিন দিন এটা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপকহারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৮ জন। আর ঢাকায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৪২৯ জন।

জনস্বাস্থ্যবিদ বে–নজীর আহমদ বলছিলেন, ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের নানা সীমাবদ্ধতা থাকলেও এখানে বিশেষ করে মশা নিয়ন্ত্রণে কিছু উদ্যোগ আছে। তাদের অভিজ্ঞতাও আছে। কিন্তু দেশের অন্যত্র এটা প্রায় অনুপস্থিত। ঢাকার বাইরে, বিশেষ করে পৌরসভাগুলোতে মশা নিয়ন্ত্রণে প্রায় কোনো উদ্যোগই নেই। ডেঙ্গু পরিস্থিতি এবার সত্যিই খুব ভীতিকর।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটে ‘মব’ সৃষ্টি করে বালুবোঝাই ট্রাক নিয়ে গেলেন পরিবহনশ্রমিক নেতা
  • জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ফাইনাল স্টেজে আছে: সালাহউদ্দিন 
  • জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন
  • ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, সর্বোচ্চ সংক্রমণ
  • খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম ঘোষণা
  • আ.লীগ-বিএনপি-জাপার শাসনাম‌লে ভাগ্যের পরিবর্তন হয়নি: ফয়জুল করীম
  • ভাষাসংগ্রামী আহমদ রফিককে বিনম্র শ্রদ্ধা, মরদেহ দান
  • আহমদ রফিকের প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
  • ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ আগামীকাল শহীদ মিনারে নেওয়া হবে