নতুন মন্ত্রিসভা ঘোষণার পর ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লকর্নু। মাত্র ২৬ দিন আগে তিনি ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এলিসি প্রাসাদ থেকে আজ সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এদিন সকালে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করতে এলিসি প্রাসাদে এসেছিলেন সেবাস্তিয়ান লকর্নু। তিনি প্রায় এক ঘণ্টা এলিসি প্রাসাদে অবস্থান করেন।

আরও পড়ুনপার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী০৮ সেপ্টেম্বর ২০২৫

গত মাসে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফ্রাঁসোয়া বাইরু। তাঁর পদচ্যুতির পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন সেবাস্তিয়ান লকর্নু।

লকর্নু গতকাল নতুন যে মন্ত্রিসভা ঘোষণা করেন, তা নিয়ে ফ্রান্সের পার্লামেন্টের বেশির ভাগ দলের পক্ষ থেকে তীব্র আপত্তি ওঠে। কারণ, লকর্নু তাঁর পূর্বসূরি বাইরুর ভেঙে দেওয়া মন্ত্রিসভা প্রায় অক্ষত অবস্থায় ফেরত আনেন। এর সমালোচনা করে দলগুলো নতুন মন্ত্রিসভাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়।

আরও পড়ুনফ্রান্সের নির্বাচনে জয়ী বাম জোট, হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট০৮ জুলাই ২০২৪

এখন কয়েকটি দল আগাম নির্বাচনের দাবি তুলছে, কেউ কেউ মাখোঁর পদত্যাগ দাবি করছে। মাখোঁর মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তিনি স্পষ্ট করে বলেছেন, মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতিতে অস্থিরতা চলছে। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে কোনো দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

আরও পড়ুনফ্রান্সে নতুন সরকার ঘোষণা, ডানপন্থীদের দখলে মন্ত্রিসভা২২ সেপ্টেম্বর ২০২৪

এর ফলে কোনো প্রধানমন্ত্রীই বিল এবং বার্ষিক বাজেট পাস করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারছেন না।

ফ্রান্সে দুই বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে পঞ্চম প্রধানমন্ত্রী পদত্যাগের পথ বেছে নিলেন।

আরও পড়ুনফ্রান্সের পার্লামেন্ট এখন কেমন হবে০৮ জুলাই ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স ত য় ন লকর ন পদত য গ

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচনে আর কারা জিতলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তেমন চমক ছিল না। ক্যাটাগরি-৩ এ খালেদ মাসুদ ৩৫-৭ ভোটে দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে ফল ঘোষণার আগেই দেবব্রত 'ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির প্রভাবে' নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকে। আজ রাতে নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ