জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, চব্বিশের গণ–অভ্যুত্থানে যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির জোট বা নির্বাচনী ঐক্য সম্ভব নয়।’

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে জেলা ও মহানগর এনসিপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন, এনসিপি সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে থাকা রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জোট গঠন করতে পারে। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপির জোট বা নির্বাচনী ঐক্য সম্ভব নয়।’ আগামী নির্বাচনের প্রার্থী তালিকা প্রসঙ্গে বলেন, প্রাথমিক প্রার্থী তালিকা নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের কর্মসূচি-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত, আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস, অতীতে কারা করেছিল, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রমে। যারা এখন তাদের বৈধতা দিতে চাচ্ছেন, তারা মূলত ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের বৈধতা তৈরি করছেন।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগের যে পতন, সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি। আওয়ামী লীগের পতন হয়েছে একটি গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ–অভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট। এই ম্যান্ডেট হচ্ছে সর্বজনীন ম্যান্ডেট। গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। যেহেতু গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে, এই দলটিকে যারা ফিরিয়ে আনার বৈধতা উৎপাদন করছেন, মূলত তারা আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে।’

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অবশ্যই নির্বাচন হতে হবে। নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন সভাপতিত্ব করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনস প র আওয় ম

এছাড়াও পড়ুন:

দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

এর মধ্যে একটি হত্যা মামলা আরেকটি পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা। ফলে তার জামিন প্রক্রিয়া ফের আটকে গিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা এবং পুলিশের উপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় রোববার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন আরেস্ট দেখানো হয়েছে। 

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলা জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার আগে চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আইভীকে। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিলো।

প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা জয়ী হন তিনি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তার হন আইভী। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করতে হবে : সজল
  • নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই আসামি গ্রেপ্তার
  • মাসুদুজ্জামানের উদ্যোগে জিয়াউর রহমানের প্রমাণ্যচিত্র প্রদর্শনী
  • মইনীয়া যুব ফোরামের না:গঞ্জ জেলার আংশিক কমিটি গঠন
  • নারায়ণগঞ্জ ক্লাব টেনিস টূর্ণামেন্ট শুভ উদ্বোধন
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রী ও নবজাতক সন্তানের জানাজায় ছাত্রলীগ নেতা
  • ৫ মামলায় জামিন পাওয়া আইভীকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
  • নাসিকের মশারি বিতরণে মশারি নিতে আসেনি কেউ, অনুষ্ঠান পণ্ড
  • দুই মামলায় সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট