গোপালগঞ্জে গরুচোর সন্দেহে পিটুনিতে এক ব্যক্তি নিহত, আহত ৭
Published: 11th, November 2025 GMT
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির অভিযোগে পিটুনিতে শামিম মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
শামিম মিয়া মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে। আহত ব্যক্তিরা হলেন বরিশাল সদর উপজেলার লিটন (৩০), উজিরপুর উপজেলার সকরাইল গ্রামের সুমন হাওলাদার (৩২) ও বাবুগঞ্জ উপজেলার চর ফতেপুর গ্রামের ইলিয়াছ সরদার (৩৫); বগুড়া সদর উপজেলার মালগ্রামের ফারুক শেখ (৪৫) ও রসুলপুর গ্রামের সোহাগ (৪১); নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাথড়া গ্রামের বিপ্লব সরকার (৩২); কিশোরগঞ্জের নান্দাইল উপজেলার পূর্বধলা গ্রামের ফয়সাল মিয়া (৪৫)। আহত ব্যক্তিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, আজ ভোরে লখাইড়চর গ্রামের এক ব্যক্তির গোয়াল থেকে একটি গাভি ও বাছুর চুরি যায়। গরু দুটি একটি ট্রাকে নিয়ে পালানোর চেষ্টা করে একদল ব্যক্তি। পরে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটক করে। এ সময় উত্তেজিত জনতা আটজনকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়া মারা যান।
ওসি জানান, শামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র উপজ ল র
এছাড়াও পড়ুন:
দুদকের মামলা থেকে খালাস পেলেন ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম
নির্ধারিত সময়ে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা থেকে খালাস পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালাম।
ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার আবদুস সালামকে খালাস দেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুস সালামকে ২০১৬ সালের ৩ নভেম্বর সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দেয় দুদক। আইন অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে বিবরণী দাখিলের কথা ছিল। কিন্তু একাধিবার সময় নিয়েও তিনি সম্পদ বিরবণী জমা দেননি। ২০১৭ সালের ৮ জানুয়ারি সেই সময়ও শেষ হয়।
পরে ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের তৎকালীন উপপরিচালক মো. সামছুল আলম রমনা মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আবদুস সালামকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় দিলেন আদালত।