বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য বিশেষ স্টেম ফিড চালু করল টিকটক
Published: 6th, October 2025 GMT
বাংলাদেশের ব্যবহারকারীদের বিশেষায়িত আধেয় (কনটেন্ট) ব্যবহারের অভিজ্ঞতা দিতে বিশেষ স্টেম ফিড চালু করেছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ স্টেম ফিড চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জানানো হয়, স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) নামের ফিডটিতে বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্বের নানা বিষয়সহ প্রকৌশল ও গণিতবিষয়ক ভিডিও দেখা যাবে। টিকটক অ্যাপে প্রবেশ করলেই দেখা যাবে ফিডটি।
অনুষ্ঠানে জানানো হয়, স্টেম ফিড হচ্ছে টিকটক অ্যাপের নতুন ফিড বা ডিজিটাল স্পেস, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের বিভিন্ন কনটেন্ট আলাদাভাবে পাওয়া যাবে। ফিডটির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো মানের ও নির্ভরযোগ্য স্টেম কনটেন্ট খুঁজে পাবে, যা ডিজিটাল মাধ্যমে শিক্ষার নতুন সুযোগ তৈরি করবে। হ্যাশট্যাগ (#STEMTok) ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা স্টেম কনটেন্ট তৈরি করতে পারবেন। স্টেম কনটেন্টগুলো টিকটকের গ্লোবাল কমিউনিটি গাইডলাইন অনুযায়ী পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন ব যবহ র কনট ন ট ট কটক
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন