শুরু হলো শাকিবের ‘সোলজার’, আর কে আছেন সিনেমায়
Published: 6th, October 2025 GMT
শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’–এর দৃশ্যধারণ শুরু হয়েছে। এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাকিব ফাহাদ। তিনি জানান, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণ।
সিনেমাটি নিয়ে শাকিব খানের ইউটিউব চ্যানেলে প্রায় আড়াই মিনিটের এক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর শিরোনাম ‘পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে “সোলজার”?’
নির্মাতা ফাহাদ বলেন, ‘আমরা “সোলজার” সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা, আর বাস্তবতা, সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করেছি।’
আরও পড়ুনশাকিবের নায়িকা হানিয়া, বিব্রত হাসান মাসুদ২৭ সেপ্টেম্বর ২০২৫গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার চেয়ে ‘সোলজার’ সিনেমায় তাঁকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন এই পরিচালক।
শাকিব খান। অভিনেতার ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত: বিক্রম মিশ্রি
বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত। সোমবার দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ কথা বলেছেন।
ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে।
নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত সফররত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করার সময় বিক্রম মিশ্রি এ কথা বলেন।
এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা ছাড়াও ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঅন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই: বিক্রম মিশ্রি১২ ডিসেম্বর ২০২৪প্রায় ঘণ্টাব্যাপী আলাপচারিতায় ভারতের পররাষ্ট্রসচিব দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়, সীমান্ত ইস্যু, পানিবণ্টনের বিষয়াবলি এবং বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন।
এ সময় ভারতের পররাষ্ট্রসচিব বলেন, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই কিছু মতপার্থক্য বা ইস্যু থাকাটা স্বাভাবিক।
আরও পড়ুনসামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি১২ মে ২০২৫