পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানি দুইটি হলো- আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ‘আমান ফিড লিমিটেড’ এর পরিবর্তে ‘আমান ফিড পিএলসি’ হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কোম্পানিটি আমান ফিড পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে, ‘আমান কটন ফাইবার্স লিমিটেড’ এর পরিবর্তে ‘আমান কটন ফাইবার্স পিএলসি’ হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কোম্পানিটি আমান কটন ফাইবার্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম ন ফ ড প এলস

এছাড়াও পড়ুন:

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কয়েক মাস ধরে ধারাবাহিক পতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে।

আগের কার্যদিবসের চেয়ে বৃহস্পতিবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে দুপুর ১২টা ১৫ মিনিটের পর সূচক পতনমুখী হতে শুরু করে। লেনদেন হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১.১৩ পয়েন্ট কমে ১০১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫.৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৪টি কোম্পানির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

এদিন ডিএসইতে মোট ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪১৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ০.৭০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৬২ পয়েন্ট কমে ৮৬১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪.০৭ পয়েন্ট কমে ১২ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

সিএসইতে ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে  সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে খুলনা প্রিন্টিং
  • ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৫২ শতাংশ
  • পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১২ হাজার ৯৪ কোটি টাকা
  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
  • শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি কঠিন হবে