পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানি দুইটি হলো- আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ‘আমান ফিড লিমিটেড’ এর পরিবর্তে ‘আমান ফিড পিএলসি’ হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কোম্পানিটি আমান ফিড পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে, ‘আমান কটন ফাইবার্স লিমিটেড’ এর পরিবর্তে ‘আমান কটন ফাইবার্স পিএলসি’ হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কোম্পানিটি আমান কটন ফাইবার্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম ন ফ ড প এলস

এছাড়াও পড়ুন:

মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসইর জরুরি বার্তা

সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ মশিউর সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক নং-১৩৪) গ্রাহকদের জরুরি বার্তা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রবিবার (৫ অক্টোবর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

এতে বলা হয়েছে, মশিউর সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসইর উক্ত ট্রেকহোল্ডার কোম্পানির লেনদেন ও ডিপি ইতোপূর্বে স্থগিত করা হয়েছে। তাই কোম্পানির গ্রাহকরা তাদের বিও একাউন্টে রক্ষিত বিদ্যমান শেয়ার অন্য কোনো ট্রেকহোল্ডার কোম্পানিতে খোলা লিংক বিও হিসাবে নির্ধারিত ফরম (CDBL Form-16) পূরণসাপেক্ষে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিকিউরিটিজ লেনদেন থেকে সৃষ্ট পাওনা অর্থ অথবা শেয়ার প্রাপ্য থাকলে আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে “www.dse.com.bd/complaintCell_TREC_d.php” এই ওয়েবসাইট লিংক থেকে অভিযোগ ফরম ডাউনলোড পূর্বক প্রযোজ্য ফরম যথাযথভাবে পূরণ করে নিজ স্বাক্ষর সম্বলিত প্রয়োজনীয় কাগজপত্র (যেমন— পোর্টফোলিও ও অন্যান্য) সংযুক্ত করে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আবেদনের ঠিকানা: চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, হোল্ডিং নম্বর ৪৬, রোড নম্বর ২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯৷

এই বিষয়ে কোনো সহযোগিতার প্রয়োজন হলে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.-এর ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে (ফোন নম্বর: ০২-৪১০৪০১৮৯-২০০-এর এক্সটেনশন ১৬৪১, ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ১৬৪৫ ও ১৬৪৫; অথবা মোবাইল নম্বর ০১৭১৩-২৭৬৪১৫, ০১৭১৩-৩৬৯৩৬৩, ০১৭১৩-৪২৫৮৩১, ০১৭৩০-৩৩১৮৬৬; অথবা Email: [email protected]তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের ডিএসইর জরুরি বার্তা