ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি বলেন, “ডাক বিভাগের মোট সম্পদের পাশাপাশি বেদখল সম্পদের তালিকা প্রস্তুত করেছি। দ্রুতই বিভাগীয় কমিশনার এবং ডিসিদের সমন্বয়ে ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে  বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

বিশেষ সহকারী বলেন, “এড্রেস ম্যানেজমেন্ট ( ঠিকানা ব্যবস্থাপনা)  এর বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয় তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার চেষ্টা করছি। যেখানে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউজ কোড গুলো সমন্বিত করা হবে এবং একই সাথে এড্রেসের সাথে জিও ফেন্সিং করা হবে। আশা করছি, নভেম্বরের মধ্যেই ডাক এবং কুরিয়ারের সংশোধিত আইন মন্ত্রিপরিষদে উপস্থাপন করা যাবে।”

তিনি আরো বলেন, “মেইল এবং পার্সেল ট্রাকিং সিস্টেম এর আওতায় বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ ট্র্যাকিং করা যায় তাই এই ট্রাকিং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিহীন করার কাজ শুরু হয়েছে। যার  মাধ্যমে মেইল এবং পার্সেল ট্রাকিং প্রায় শতভাগে উন্নীত হবে।”

ই-কমার্সের সাথে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে শহর এবং গ্রামে মানুষ একইভাবে সেবা পায়। পাশাপাশি ই কমার্সের প্রতি মানুষের আস্থা ফিরিয়া আনার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে ডাক ভবনের সামনের রাস্তায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 


ডাক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে আজ বিকেল সাড়ে ৩টায় “আগামীর ভাবনায় ডাক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন। 

দিবস উপলক্ষে ডাক ভবনের নিচ তলায় মেলার আয়োজন করা হয়েছে। যেখানে ২০ স্টল রয়েছে পাশাপাশি অতি প্রাচীন ডাকটিকেটের প্রদর্শনীয় চলছে যা ১০ অক্টোবর পর্যন্ত চলবে। 

আগামীকাল সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

অনুষ্ঠানে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিতে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন উপলক ষ মন ত র

এছাড়াও পড়ুন:

ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদস্বরূপ

ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদ। তার বহুধর্মী গবেষণা বিশ্ব মুসলিমের জন্য অনুপম দৃষ্টান্ত বটে। বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ে তার জীবনী, কর্ম ও লেখার ওপর উচ্চতর গবেষণা করে অনন্য শিখরে আরোহিত হয়েছেন অনেকেই। ইশকে মুস্তফার সাগরে নিমজ্জিত এমন হাস্তির জন্ম যুগান্তরের অনিমেষ বার্তা। চতুর্দশে বাতিল মোকাবিলায় তার বহুমাত্রিক লেখনি অগ্নিস্ফুলিঙ্গের মত কাজ করেছে। 

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১০৭তম ওফাত দিবস উপলক্ষে আলা কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন:

জাতীয় পার্টির মাধ্যমে আ. লীগ পুনর্বাসনের চক্রান্ত জনগণ মানবে না: নাহিদ

নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শাইখুল হাদীস হাফেজ সোলাইমান আনসারীর সভাপতিত্বে ও সংগঠনের আহবায়ক মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের আহ্বানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী।

আলা হযরতের জীবনী ও গবেষণার বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দীন আল আজহারী, ড. মাোহাম্মদ শফিকুর রহমান, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, ড. মাসুম বাকী বিল্লাহ, ড. এমদাদুল ইসলাম, ড. মুহাম্মদ নাসির উদ্দীন নঈমী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, মুফতি এয়াকুব হোসাইন আলকাদেরী, মুফতি আব্দুল আজিজ রেজবী, শাইখ জয়নুল আবেদীন কাদেরী, সহকারী অধয়াপক আহমদ রেজা, কাজী মুবারক হোসাইন ফরায়জী, আলহ্জ্বা মোহাম্মদ ইকবাল, প্রিন্সিপাল হাবিবুর রহমান, আব্দুল মালেক বুলবুল, মোহাম্মদ হোসেন, এডভোকেট নূরুল হুদা আনসারী, মুফতি মহিউদ্দিন হামিদী,  মাওলানা একরামুল ইসলাম, ফরহাদুল ইসলাম বুলবুলি, মাওলানা মাঈনুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের সেরা তাফসীর গ্রন্থ কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান এবং কানযুল ঈমান ও নুরুল ইরফান বিশ্বব্যাপী সমাদৃত। তাফসীর গ্রন্থদ্বয়ে ঈমান- আক্বিদা বিষয়ে তথ্য ও তাত্ত্বিক বিশ্লেষণমূলক টিকা-টিপ্পনী সত্যিই অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই গ্রন্থ নূহ (আ.) এর কিস্তির ন্যায় ভূমিকা রাখবে।

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রহ.) দর্শন ও গবেষণা উগ্রবাদ দমনে শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়। মানবতার মুক্তির জন্য আমরণ কাজ করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইসলামের মৌলিক বিষয়ের ওপর যখনই আঘাত এসেছে, তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে তা রোধ করতে সময়ক্ষেপণ করেননি ইমাম আহমদ রেযা খান বেরলভি (রহ.)। তাঁর জেতস্বী বক্তব্য এবং লেখনি ছিল শাণিত তলোয়ারের ন্যায়। তিনি সময়ের চাহিদা অনুযায়ী লেখতেন এবং বক্তব্য রাখতেন। এই জন্য পথভ্রষ্ঠ বর্ণবাদীরা তাঁকে সমীহ করে চলতো। এমনকি যারা বিশ্বাময় স্বীকৃত বাতিল আলেম তারাও আলা হযরতের গবেষণা ও ফতোয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এক কথায় ঐ শতাব্দীতে সর্বাঙ্গীন বহুমাত্রিক মুকুট হীন সম্রাট ছিলেন তিনি। একজন আলেম হয়েও অর্থনীতি, রাজনীতি, দর্শন এবং সৌরজগতসহ বিবিধ বিষয়ে তাঁর দালিলীক বক্তব্য ছিল সময়ের সেরা আলোচিত বিষয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সিদ্ধ হস্ত ছিলেন বলেই আলা হযরত নামটা বড়ই প্রাসঙ্গিক ছিল।

আলা হযরতের পদাঙ্ক অনুসরণে বর্তমান প্রজন্মের জন্য অনন্য শিক্ষা মনে করেন বক্তারা।

পরিশেষে মিলাদ ও কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।
 

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘প্রথম আলো সব সময় নিপীড়িত মানুষের পাশে রয়েছে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, বন্ধ থাকবে ডাইনিং ও ক্যানটিন
  • নারায়ণগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেইন উপলক্ষে সভা 
  • বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে আইন করা হবে না, থাকলে বাতিল করা হবে
  • নওয়াজেশ আহমদের প্রয়াণদিবস পালিত
  • সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা
  • হাবিপ্রবিতে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত
  • ইমাম আহমদ রেযা মুসলিম জাতির জন্য আশীর্বাদস্বরূপ
  • নানা আয়োজনে ইবির ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট