জুলাই সনদের বিষয়ে সাংবিধানিক ক্ষমতা জনগণের কাছ থেকেই আসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জনগণের সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যম হবে গণভোট। গণভোটের মাধ্যমে জনগণ যদি সনদ অনুমোদন করে, তাহলে পরবর্তী সংসদের দায়িত্ব হবে সনদের ঘোষিত দফাগুলো বাস্তবায়ন করা।’

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা শেষে বুধবার রাতে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণ যেটা অনুমোদন দেবে, সেটা সংসদের ওপর বাধ্যতামূলক ম্যান্ডেট তৈরি করবে।’ তবে তিনি এটাও স্পষ্ট করেন, এর মানে এই নয় যে পরবর্তী সংসদ অন্য কোনো সংস্কার করতে পারবে না—তবে জুলাই সনদের ধারাগুলো অবশ্যই গ্রহণ করতে হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনের মধ্যেই সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা দিলে তা বাস্তবে জটিল হতে পারে। তিনি প্রস্তাব দেন, ‘যথাশিগগির সম্ভব’ বাক্যটি উল্লেখ করে সংসদকে প্রয়োজনীয় সময় দেওয়ার সুযোগ রাখতে হবে, যাতে নিয়ম পরিবর্তন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা যায়। তিনি জানান, দ্বিতীয় সংসদ গঠন বা সেকেন্ড হাউস প্রতিষ্ঠার বিষয়টি সনদ গৃহীত হওয়ার পরই বিবেচনা করা যেতে পারে।

জুলাই সনদের বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, ৮ অক্টোবর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ল হউদ দ ন আহমদ ই সনদ সনদ র

এছাড়াও পড়ুন:

শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক শিক্ষার্থীদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

চার বছর ধরে বন্ধ দৃষ্টিহীনদের শিক্ষালয়

কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা

মনসুর আহমদ আতিক বলেন, “সম্প্রতি স্কুলে টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের নজরে এলে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।”  

তিনি আরো বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে এসে যদি উপযুক্ত জবাব উত্থাপন করতে পারে, তাহলে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা যেতে পারে। উপযুক্ত জবাব না মিললে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হবে। বিদ্যালয়ে বৈঠক করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • ২ লাখেরও বেশি শিশুকে টিকা দিবে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন
  • গণভোটের প্রশ্ন নিয়েও ঐকমত্য প্রয়োজন
  • দুর্বোধ্য প্রস্তাবে গণভোট জনগণের প্রতি অবিচার
  • গণভোট অপ্রয়োজনীয়, তবে এরপরও যদি হয়...
  • একটি ‘বিশ্বমোড়ল’সহ তিনটি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন আহমদ
  • মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম
  • শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা মোকাবিলাই এখন মূল চ্যালেঞ্জ: সালাহউদ্দিন আহমদ