বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
Published: 10th, October 2025 GMT
দক্ষিণ ভারতে এখন আলোচনায় বিজয়। তবে অভিনেতা থালাপতি বিজয় নন; বরং রাজনীতিবিদ বিজয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই নানা ঘটনায় আলোচনায় তিনি। কিছুদিন আগেই তাঁর জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হন। এ ঘটনায় বিরোধী শিবিরও ছেড়ে কথা বলেনি দক্ষিণি সুপারস্টারকে। এমন আবহেই গতকাল বৃহস্পতিবার দক্ষিণি তারকার বাড়িতে বোমাতঙ্ক। ই-মেইলে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন থালাপতি বিজয়। খবর দ্য হিন্দুর
হুমকিতে বোমা ফেলে নেতা-অভিনেতার নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ কথা রয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, সেই বাড়িতেই বোমা রাখা আছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ‘বম্ব স্কোয়াড’। তবে গোটা বাংলোজুড়ে খানাতল্লাশি চালিয়েও কোনো বোমা পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটা ছিল ভুয়া হুমকি। এ ঘটনা নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিজয়।
থালাপতি বিজয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী আটক
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পাঁচ নেতা–কর্মীকে আটক করেছে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক ছাত্রলীগ কর্মীরা হলেন মো. জুনায়েদ সরদার (২০), মো. শয়ন (২০), শিহাব (২২), সৌরভ (২৫) ও ফয়সাল (২৪)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পূর্ব দিকে মাদার কেয়ার গলিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতা–কর্মী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ধানমন্ডি থানার পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় মোহাম্মদপুর থানার পুলিশ জুনায়েদ ও শয়নকে আটক করে। তাঁদের মোহাম্মদপুর থানায় রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে সাইফুরস কোচিং সেন্টারে সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ধানমন্ডি থানার পুলিশ ধাওয়া দিয়ে শিহাব, সৌরভ ও ফয়সালকে আটক করেন। তাঁদের ধানমন্ডি থানায় রাখা হয়েছে।