ইসরায়েলে আটক হওয়ার পর মুক্তি পেয়েছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দেওয়ার পর তাকে আটক করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) মুক্তি পাওয়ার পর তিনি শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকায় পৌঁছাবেন।

আরো পড়ুন:

ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদুল আলমকে বহনকারী বিমানটি শনিবার সকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছেন। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.

আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ইস্তাম্বুল থেকে ঢাকার ফেরার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শহিদুল আলমকে আটক করার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল।

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চুরি হওয়া ট্রাক যশোর শহরের বকচর এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ট্রাকটি কেটে আলাদা করার অভিযোগে গ্যারেজ মালিক মাসুদ আলমকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে ‘শাহজাদা মটরস’ নামে গ্যারেজ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা।

আরো পড়ুন:

তালাবদ্ধ দোকানে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় ২ দিনে ‘মদ পানে’ ৬ জনের মৃত্যু

গ্রেপ্তার মাসুদ আলম যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া আমতলা এলাকার মো. নুরুল হুদার ছেলে।

যশোর ডিবি সূত্র জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ট্রাক চুরির মামলার তদন্তের সূত্র ধরে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) যশোরের ডিবি পুলিশের সহায়তা চায়। এরই ভিত্তিতে যশোর জেলা ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি দল শহরের বকচর এলাকার একটি গ্যারেজে অভিযান চালায়। এসময় ওই গ্যারেজ থেকে চোরাই ট্রাকটির ইঞ্জিন ও বডি উদ্ধার হয়। পরে গ্যারেজের মালিক মাসুদ আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ট্রাকটির সামনের কেবিন অংশটি শহরের মুড়লী মোড়ে আমিনের গ্যারেজে রাখা আছে। পরে তার দেওয়া তথ্যে মুড়লী মোড়ের ওই গ্যারেজ থেকে কেবিনটিও উদ্ধার করা হয়।

সূত্র জানায়, উদ্ধারকৃত ট্রাকের যন্ত্রাংশ এবং গ্রেপ্তার  আসামিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
  • নির্বাচন নিয়ে সব বাধা-সংশয় ধুয়ে-মুছে কেটে গেছে: শফিকুল 
  • ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম দেশে ফিরছেন আজই
  • ইস্তাম্বুলে শহিদুল আলমকে বরণ করলেন কনসাল জেনারেল