বন্দরে অপহরনের ঘটনায় ২ যুবক আটক
Published: 11th, October 2025 GMT
জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে প্রতারক যাত্রীকে উদ্ধারসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ বকুলতলা এলাকার রিক্সার গ্যারেজ মালিক বাচ্চু মিয়ার ছেলে শাহরিয়ার (২৬) ও একই এলাকার শফিকুল ইসলাম মিয়ার ছেলে বাবু ইসলাম (২২)। উদ্ধার হওয়া প্রতারক যাত্রী জিনমুরাইল একই থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা।
গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বন্দর থানার মদনগঞ্জ বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের শনিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ ও আটককৃত যুবকদের স্বজনরা জানিয়েছে, মদনগঞ্জ বকুলতলা এলাকার শফিকুল ইসলামের ছেলে বাবু ইসলাম দীর্ঘ দিন ধরে বাচ্চু মোল্লার গ্যারেজে অটোরিক্সা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার অটোরিক্সা চালক অটো নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়।
এ সুবাদে ওই দিন রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকার বাসিন্দা পরিচয়দানকারি যুবক জিনমুরাইল ও অজ্ঞাতনামা এক যুবক যাত্রী হয়ে অটোরিক্সা উঠে। পরে জিনমুরাইল তার সাথে থাকা অজ্ঞাত নামা যাত্রী ২/৩ ঘন্টা অটোরিক্সাতে ঘুরাঘুরি করে অটোরিক্সা ভাড়া না দিয়ে অজ্ঞাত নামা যাত্রী কৌশলে অটোরিক্সা থেকে নেমে পরেট পালিয়ে যায়।
ওই সময় অটোরিক্সা চালক গাড়ীতে থাকা যাত্রী জিনমুরাইলের কাছ থেকে গাড়ী ভাড়া চাইলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ড হয়৷ পরে এক পর্যায়ে অটো চালক বিষয়টি গ্যারেজ মালিককে জানালে খবর পেয়ে গ্যারেজ মালিকের ছেলে শাহরিয়ার ঘটনাস্থলে আসে।
ওই সুযোগে পলাতক যাত্রী জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে মিথ্যা অপহরণের ঘটনা সাজিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক যাত্রীকে উদ্ধারসহ অটোচালক ও গ্যারেজ মালিকের ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপহরণ এল ক র ইসল ম
এছাড়াও পড়ুন:
বন্দরে স্ট্রিল মিলের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট : ছিনতাইকারি আটক
বন্দরে সুমন বর্মন (৪৫) নামে স্ট্রিল মিলের এক কর্মকর্তাকে কুপিয়ে অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সংঘবদ্ধ যাত্রীবেসী ছিনতাইকারী চক্র। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বন্দর থানার ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে।
ওই সময় প্রত্যেক্ষদৃশি বাস চালক তার ব্যবহৃত বাস দিয়ে ধাওয়া করে জনতার সহয়তায় সিএনজিসহ এর চালক হৃদয়(২৯)কে আটক করে পুলিশে সোপর্দ করে । ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে বাকি দুই ছিনতাইকারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃত চালক হৃদয় মুন্সিগঞ্জ জেলার হাটখোলা এলাকার মোখলেছ মিয়ার ছেলে সে বর্তমানে বন্দর রেললাইন মুক্তার মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল । আটককৃত ছিনতাইকারী সদস্য হৃদয়কে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ২২(৮)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানাগেছে, বন্দরের মালিবাগ এলাকায় অবস্থিত আলট্রা স্ট্রিল রি রোলিং মিলস লিমিটেডের ইনচার্জ সুমন বর্মন গত মঙ্গলবার রাতে আসমানী পরিবহনের বাস যোগে স্টাফ কোয়াটার থেকে কেওঢালা ইউটান নামেন। পরে কেওঢাকা থেকে সিএনজি উঠেন।
সিএনজি উঠার পর জাঙ্গাল এলাকায় পৌঁছালে ওই সময় যাত্রীবেসী ছিনতাইকারিরা সুমন বর্মনকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে সিএনজি থেকে ফেলে দেয়।
বিষয়টি যাত্রীবাহী বাস চালকের নজরে আসলে এ ঘটনায় বাস চালক সিএনজিকে ধাওয়া করে লাঙ্গলবন্দ এলাকায় নিয়ে আসলে ওই সময় উত্তেজিত জনতা সিএনজি সহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করলেও বাকি দুই ছিনতাইকারিরা কৌশলে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী জানান, আটককৃতকে বন্দর থানার দায়েরকৃত ২২(৮)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।