কাঁদতে কাঁদতে রেললাইনে বসেন তরুণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু
Published: 13th, October 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (২৫) নামের এক তরুণ মারা গেছেন। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার কালনা-কামঠানা এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
রিয়াজুল উপজেলার কুমোরকান্দা গ্রামের মৃত ফজলুল মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে কামঠানা এলাকায় স্থানীয় কয়েকজন দেখেন, এক তরুণ কাঁদতে কাঁদতে রেললাইনের দিকে যাচ্ছেন। পরে তিনি রেললাইনের ওপর বসে পড়েন। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। স্থানীয় লোকজন চেষ্টা করেও ওই তরুণকে রেললাইন থেকে সরাতে পারেননি। মুহূর্তের মধ্যে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পাশের খাদে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং রেলওয়ে পুলিশকে জানান।
গত বছরের ২৪ ডিসেম্বর নড়াইল প্রথমবারের মতো রেলসেবার আওতায় আসে। পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের আওতায় নড়াইল অংশে আছে ২৮ কিলোমিটার রেলপথ। নড়াইলে রেললাইনে গতকাল প্রথমবারের মতো কেউ দুর্ঘটনায় মারা গেল।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, খবর পেয়ে খুলনা থেকে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ফিরে চল মাটির টানে’ স্লোগানে প্রথমবার ব্রজমোহন কলেজে নবান্ন উৎসব অনুষ্ঠিত
বরিশালে সরকারি ব্রজমোহন কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব-১৪৩২। আজ বুধবার দিনভর এই উৎসবের আয়োজন করে কলেজের সাংস্কৃতিক ইউনিয়ন। এবারের এই উৎসবের মূল স্লোগান ‘ফিরে চল মাটির টানে’। বাংলা কৃষিভিত্তিক সমাজ, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে দিনব্যাপী এই বর্ণিল আয়োজন সাজানো হয়।
কলেজের কবি জীবনানন্দ মঞ্চে (মুক্তমঞ্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নবান্ন উদ্যাপনের নানা পর্ব। এর মধ্যে ছিল শোভাযাত্রা, লোকগীতি ও ঐতিহ্যবাহী আচার, লোকজ খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সকালে সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উৎসব। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ। এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে, এই চাপ ও ভয়ের পরিবেশ আমাদের সংস্কৃতির জন্য একটি বড় হুমকি। শিক্ষার্থীদের শিকড়ের দিকে ফিরে তাকানোর এই উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়, প্রশংসনীয়।’
নবান্ন উৎসবে এসে ছবি তুলে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা