বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিল বিসিবি
Published: 13th, October 2025 GMT
আইসিসির শর্ত পূরণ করে ২০১৫, ২০১৯ এমনকি ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করেছে। ২০১৫ থেকে লম্বা সময় ধরে ওডিআই র্যাংকিংয়ে বাংলাদেশ ৭ নম্বরে। সেখান থেকে অবনমন হতে হতে এখন ১০ নম্বরে। তাইতো প্রশ্ন উঠছে ২০২৭ বিশ্বকাপে সরসরি খেলতে পারবে তো বাংলাদেশ?
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এই স্বপ্নও ধীরে ধীরে ফিকে হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখনও পর্যাপ্ত ম্যাচ আছে বাংলাদেশের। যেগুলোতে ভালো করলে রাংকিংয়ে অবস্থান ভালো হবে। তাতে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বলে আশাবাদী বিসিবি।
আরো পড়ুন:
শারমনি-শর্নার ফিফটিতে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাংকিংয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র্যাংকিংয়ের সেরা আটে থাকা দলই বিশ্বকাপে সরাসরি খেলবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সেরা আটের মধ্যে থাকলে র্যাংকিংয়ে দশ নম্বর পর্যন্ত থাকা দলগুলো সরাসরি অংশগ্রহণ করবে।
এই সময়কালের মধ্যে ওয়ানডে র্যাংকিংয়ে সেরা অবস্থানের মধ্যে না থাকতে পারলে তখন ১০ দলের বাছাইপর্ব খেলতে হবে। যা গত বিশ্বকাপে পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের মতো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই মুহূর্তে আফগানিস্তান ৯৪ রেটিং নিয়ে আছে সপ্তমে। ৮৮ রেটিংয়ে আটে অবস্থান ইংল্যান্ডের। ৮০ রেটিংয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ। আর এর পরেই দশম অবস্থানে বাংলাদেশ, রেটিং ৭৫।
বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথটা বাংলাদেশের জন্য এখন বেশ জটিল। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত সুযোগও আছে।
বিসিবি জানিয়েছে ২০২৫-২৬ সময়কালে বাংলাদেশ আরও ২৪টি ওয়ানডে খেলবে। ফলে র্যাংকিংয়ে উন্নতি করে এখনও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে।
বাংলাদেশের বাকি থাকা ম্যাচগুলো- আফগানিস্তান – ১ ওয়ানডে (চলমান সিরিজ), ওয়েস্ট ইন্ডিজ – ৩ ওয়ানডে (হোম), পাকিস্তান – ৩ ওয়ানডে (হোম), নিউ জিল্যান্ড – ৩ ওয়ানডে (হোম), অস্ট্রেলিয়া – ৩ ওয়ানডে (হোম), জিম্বাবুয়ে – ৫ ওয়ানডে (অ্যাওয়ে), আয়ারল্যান্ড – ৩ ওয়ানডে (অ্যাওয়ে) ও ভারত – ৩ ওয়ানডে (হোম)।
এই ম্যাচগুলি আইসিসি এফটিপি’র অধীনে দ্বিপাক্ষিক সিরিজের অংশ এবং ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণে সরাসরি ভূমিকা পালন করবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প অবস থ ন
এছাড়াও পড়ুন:
শ্রীবরদীতে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ
শেরপুরের শ্রীবরদীতে পাচারকালে একটি গুদামে সরকারি সিল দেওয়া ৩৮০ বস্তা চাল আটক করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত এগারটায় পৌরসভার শেখদী এলাকায় মেসার্স রুহুল রাইস মিলের গুদাম হতে পাচারকালে স্থানীয়রা চালগুলো আটক করে।
পরে খবর পেয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিতে লোড করা চালের বস্তা আটক করে। বাকি চাল ও সরকারী সিল দেওয়া খালি বস্তা জব্দ করা হয়। পরে আটককৃত চালের বস্তা ট্রলি থেকে নামিয়ে পুনরায় গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান জানান, দীর্ধদিন ধরে একটি চক্র খাদ্য গুদাম ও ডিলারদের সাথে সিন্ডিকেট করে সরকারি চাল ক্রয়-বিক্রয় ও পাচার করে আসছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে রাতের আঁধারে চলে এই কর্মযজ্ঞ।
তবে স্থানীয়রা আইনের আওতায় আনার জন্য তাদের উপর নজর রাখছিল। শনিবার দিবাগত রাতে হাতেনাতে ধরে চাল ও গাড়ি প্রশাসনের হাতে তুলে দেন তারা। তবে গাড়ি ও গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, রাতেই অসাধু কিছু মানুষ সেই গুদামের পাশে থাকা প্রায় ৩০ বস্তা নিয়ে যায়। এই নিয়ে বর্তমানে এলাকাটিতে ক্ষোভ বিরাজ করছে।
হাসিব-উল-আহসান বলেন, “চালের মালিককে এখনও পাওয়া যায়নি। চালের বস্তাগুলো সরকারি কোন কর্মসূচির তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না। তবে চালের বস্তায় সরকারি সিল দেওয়া আছে। এ বিষয়ে এরইমধ্যে খাদ্য কর্মকর্তার সাথে কথা বলা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এ ব্যাপারে আমাদের তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/তারিকুল/এস