মরণযাত্রায় পাড়ি জমানো কিশোর কুমার অমরত্ব নিয়ে আছেন আজও
Published: 13th, October 2025 GMT
‘তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যাবে’ গানের মুখ শুনেই আঁতকে উঠলেন মান্না দে! প্রযোজকদের দিকে তাকিয়ে বললেন, ‘কী করেছেন! আমার মরণযাত্রা করে দিয়েছেন! আপনাদের বউদি এ গান আমাকে গাইতে দেবে না।’
মৃণাল বন্দ্যোপাধ্যায় ও পুলক বন্দ্যোপাধ্যায় পূজা উপলক্ষে মান্না দের জন্য গানটি করেছিলেন। মান্না দে সাফ জানিয়ে দিলেন, গানটা তিনি করছেন না। মৃণাল-পুলকের মন ভেঙে গেল। কিছুদিন পর চলচ্চিত্র পরিচালক মনোজ ঘোষ ‘তুমি কত সুন্দর’ ছবির জন্য ‘তোমার বাড়ির সামনে দিয়ে’ গানটি পছন্দ করলেন। কিন্তু সেখানেও মুশকিল। মান্না দের কথা ভেবে বানানো এ গান মান্না না গাইলে কে গাইবে?
মনোজ ঘোষ ও মৃণাল বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন মুম্বাই। গানটি শোনালেন কিশোর কুমারকে। ভালো লাগল তাঁর। তবে মুখরায় ‘তুমি বারান্দাতে দাঁড়িয়ে থাকো’র জায়গায় কিশোর ‘বারান্দা’ শব্দটা পছন্দ করলেন না। বললেন, ওখানে ‘আঙিনা’ করে দিতে হবে। দুজন এবার পড়লেন আরেক বিপদে। মুম্বাই থেকে ফোনে পাওয়া গেল না পুলক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অনুমতি না নিয়ে তো আর গানের শব্দ বদলানো যায় না! আবার সেটা না বদলালে কিশোর কুমারও গাইবেন না।
কিশোর কুমারের আসল নাম ছিল আভাস কুমার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বন দ য প ধ য য়
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর। নয়াপল্টনে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি এর আগে লন্ডন গিয়েছিলেন।