যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর ব্যাটারিচালিত এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়িতে থাকা বাক্সের ভেতর থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতে চালককে হত্যা করে সন্ত্রাসীরা।

মারা যাওয়া ভ্যানচালকের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি একই উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।

আরো পড়ুন:

পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, মিলল নবজাতকের মরদেহ

বাগেরহাটে পচাদিঘীতে মিলল মরদেহ

নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, “গত শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে ছেলের সঙ্গে আমার শেষ দেখা হয়। সেদিন গভীর রাতেও আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও পাইনি। এ কারণে পরের দিন শনিবার শার্শা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।”

আব্দুল্লার ভাই নাজমুল হোসেন বলেন, “আমার ভায়ের খুনিদের বিচার চাই। আমাদের অভাবের সংসার, এখন তার স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব কে নেবে?”

ওসি আব্দুল আলিম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে। 

ঢাকা/রিটন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

নকশার প্রচ্ছদে আরিফিন শুভ, দেখুন ৮টি ছবি

ছবি: কবির হোসেন

সম্পর্কিত নিবন্ধ