চলচ্চিত্রপ্রেমীদের জন্য এবারও কলকাতা পরিণত হয়েছে সিনেমার শহরে—এক উৎসবের নগরে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও বর্ষীয়ান সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়।

উদ্বোধনী মঞ্চেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন দুই বরেণ্য শিল্পী—শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে। এরপর প্রদর্শিত হয় উৎসবের উদ্বোধনী ছবি—উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ক্লাসিক চলচ্চিত্র ‘সপ্তপদী’।
এ বছর উৎসবের আয়োজন কিছুটা সংযত হলেও গাম্ভীর্য ও ঐতিহ্যে ছিল পূর্ণ। বলিউডের বড় তারকাদের উপস্থিতি না থাকলেও দেশ–বিদেশের সিনেমাপ্রেমী, চলচ্চিত্রকার ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়ে জমে ওঠে অনুষ্ঠানস্থল। উৎসবের আমেজ ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধনধান্য অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা, পরিচালক রমেশ সিপ্পি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র শত র ঘ ন

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের লাল টুপি বনাম মামদানি সমর্থকদের নীল-হলুদ টুপি

ইতিহাস গড়লেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। শহরটির সবচেয়ে কম বয়সী ও প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন তিনি।

জয়ের ক্ষণটি নেচে-গেয়ে উল্লাস করে উদযাপন করছেন মামদানির সমর্থকেরা। মাথায় নীল-হলুদ রঙের টুপি পরে উৎসবে মেতেছেন তারা।

নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার মামদানির বিরুদ্ধে কথার তোপ দাগেন তিনি। ট্রাম্প বিভিন্ন সময় মাথায় লাল রঙের টুপি পরেন। তাতে লেখা থাকে, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’।

আরও পড়ুননিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি১ ঘণ্টা আগে

এর বিপরীতে মামদানির সমর্থকেরা বেছে নিয়েছেন নীল ও হলুদ টুপি। বিবিসি বলছে, এটা আজ রাতে (স্থানীয় সময় মঙ্গলবার রাত) লাল টুপির বিরুদ্ধে নিউইয়র্কবাসীর নিজস্ব প্রতিক্রিয়ার ধরন।

মামদানির জয়ের খবরে তাঁর প্রচার শিবিরের সদর দপ্তরে জড়ো হওয়া সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। সেখানে বড় পর্দায় জয়ের খবর প্রচার করা হয়। সঙ্গে সঙ্গে নেচে-গেয়ে আনন্দ-উৎসবে মাতেন সবাই। ডিজে কেন্ড্রিক লামারের ‘নট লাইক আস’ গানের সঙ্গে নাচের সমর্থকেরা।

হলুদ ক্যাপ পরে জোহরান মামদানির সমর্থকদের উল্লাস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে, ৪ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ
  • ‘ঢাকাইয়া দেবদাস’ নিয়ে আসছেন বুবলী-আদর
  • মাইলস্টোন ট্র্যাজেডির ১০০ দিন এবং সঙ্গীত ও শিল্পকলা চর্চার গুরুত্ব
  • ভবিষ্যৎ গড়ার গল্প
  • এলাকার নামেই সিনেমা—আবেগে ভাসলেন পাইকগাছার মানুষ
  • মহারাসলীলা উৎসব
  • সুন্দরবনের বুকে শেষ হলো রাস উৎসব
  • স্বপ্ন, সাহস আর নেতৃত্বের উৎসবে অনুপ্রাণিত হলো হাজারো মানুষ
  • ট্রাম্পের লাল টুপি বনাম মামদানি সমর্থকদের নীল-হলুদ টুপি