কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় অকার্যকর ও দুর্বল একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এ সরকারের সময়ে বাংলাদেশে মতপ্রকাশে রাষ্ট্রীয় বাধার বাইরেও যে সামাজিক ও রাজনৈতিক বাধা আছে, সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে। আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘দ্য পলিটিকস অব লিটারেচার’ শিরোনামে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান।

মতপ্রকাশের স্বাধীনতার কথা এলে তার সঙ্গে রাষ্ট্রের ক্ষমতাপ্রয়োগের প্রসঙ্গটিও উঠে আসে উল্লেখ করে জিয়া হায়দার বলেন, আওয়ামী লীগের দেড় দশকে প্রকাশ্য ও নির্লজ্জভাবে হাসিনার শাসনব্যবস্থা জনগণের মতপ্রকাশের অধিকার কঠোরভাবে সীমিত করেছিল। কখনো দমনমূলক আইন প্রণয়ন করে, আবার কখনো দলীয় সন্ত্রাসী ও অনুগত পুলিশ বাহিনী দিয়ে।

কিন্তু আওয়ামী লীগের পতনের পর মতপ্রকাশে শুধু রাষ্ট্রের বাধা নয়, এ বাধার শিকড় অনেক গভীরে প্রোথিত, তা স্পষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পতনের পর যে প্রায় অকার্যকর ও দুর্বল একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রমাণ করেছে, বাংলাদেশে মতপ্রকাশের সীমাবদ্ধতা কেবল রাষ্ট্রীয় দমননীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; মতপ্রকাশ ও চিন্তাশক্তির ওপর যে সামাজিক ও রাজনৈতিক বাধাগুলো আছে, সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠেছে।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে জিয়া হায়দার বলেন, ‘বছরখানেক আগে ঢাকায় এক উন্মুক্ত আলোচনায় বৃষ্টি নামলে অনুষ্ঠানটি ইনডোরে (ঘরের মধ্যে) সরিয়ে নেওয়া হয়। সেখানে দর্শকদের সঙ্গে ঘরোয়া পরিবেশে আলোচনার সময় একটি প্রশ্ন করেছি, বাংলাদেশে একনায়ক পতনের পর মানুষ কি এখন মুক্তভাবে কথা বলতে পারছে? ঘরে উপস্থিত সবাই “না”–সূচক মাথা নাড়লেন। কেউই মনে করলেন না যে তাঁরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন।’

এই ঔপন্যাসিক বলেন, কেউ কেউ বলতে পারেন, নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগে। নিশ্চয়ই এমন মানুষও আছেন, যাঁরা এত দিনের অকার্যকর শাসনব্যবস্থার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে তাঁরা এই সাময়িক অন্তর্বর্তী সরকারের ব্যাপারে নিজের মতপ্রকাশকে অর্থহীন মনে করেন।

মতপ্রকাশে নানা বাধা, নারীর ওপর আক্রমণের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তায় অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন জিয়া হায়দার।

‘সাহিত্যের বিকাশের জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা’

সাহিত্যের বিকাশের জন্য ইতিবাচক পরিবেশ, চিন্তার স্বাধীনতা জরুরি মন্তব্য করে ঔপন্যাসিক জিয়া হায়দার বলেন, ‘সুস্থ সাহিত্যচর্চার পরিবেশ আসলে সুস্থ রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। অবশ্যই প্রতিকূল পরিস্থিতিতেও কিছু শিল্পী মহৎ সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, কিন্তু তা নিয়ম নয়, ব্যতিক্রম।’

২০১৪ সালে জিয়া হায়দারের প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট অব হোয়াট উই নো’ প্রকাশের পর আলোচিত হন। এই বইয়ের জন্য তিনি ২০১৫ সালে যুক্তরাজ্যের জেমস টেইট ব্ল্যাক মেমোরিয়াল পুরস্কার পান।

জিয়া হায়দার বক্তব্য শুরু করেন বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য থার্ড ম্যান’–এর একটি বিখ্যাত সংলাপ দিয়ে। যেখানে অরসন ওয়েলস অভিনীত চরিত্র হ্যারি লেইম বলে, ইতালিতে যুদ্ধ, রক্তপাত, সন্ত্রাসের মধ্যেও জন্ম নেয় মাইকেল এঞ্জেলো ও দা ভিঞ্চির মতো শিল্পী। আর শান্তিপূর্ণ সুইজারল্যান্ডের অবদান কেবল কুকু ঘড়ি।

‘দ্য পলিটিকস অব লিটারেচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান। আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঔপন য স ক পতন র পর র জন ত ক প রক শ র সরক র র দ র বল আওয় ম

এছাড়াও পড়ুন:

২০২৬-এ শেষ বিশ্বকাপ, রোনালদো জানালেন ফুটবল ছাড়ার সময়ও

আগামী বছর বয়স হবে ৪১। সেই বয়সেই রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ‘এটাই হবে শেষ বিশ্বকাপ’—নিজেই জানিয়ে দিলেন পর্তুগিজ তারকা।

পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, ‘অবশ্যই (আমার) শেষ বিশ্বকাপ হবে এটা। কারণ, তখন আমার বয়স হবে ৪১।’

সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে রোনালদো বলছিলেন, ‘শিগগিরই’ ফুটবল ছাড়বেন। এবার আরও স্পষ্ট করে বললেন, ‘শিগগির বলতে আমি এক-দুই বছরের কথা বলেছি।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে শেষ দুই ম্যাচে পর্তুগালের দরকার মাত্র দুই পয়েন্ট। আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতেই সে কাজটা সেরে ফেলতে পারবে—এমনটাই আশা।

রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে

সম্পর্কিত নিবন্ধ