যৌথ অভিযানে ২৮১ বস্তা চালসহ আটক ৩
Published: 11th, November 2025 GMT
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের রামু এলাকা থেকে আত্মসাৎ করা ২৮১ বস্তা আতপ চালসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এর আগে ওই চালের বস্তাগুলো পুলিশ উদ্ধার করে।
আরো পড়ুন:
দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঠানো হলো ৫০০ কেজি চিনিগুঁড়া চাল
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬০০ কেজি চাল জব্দ
পুলিশ জানিয়েছে, গত ২৩ অক্টোবর ৫০ কেজি ওজনের ৩০০ বস্তা অর্থাৎ ১৫ টন আতপ চাল মেসার্স মা ট্রান্সপোর্ট এজেন্সি হবিগঞ্জ থেকে ছয়তারা রাইস এজেন্সি কুতুপালং উখিয়া কক্সবাজারে প্রেরণ করে। কিন্তু ট্রাকের চালক প্রতারণার আশ্রয় নিয়ে চাল গন্তব্যে না পাঠিয়ে আত্মসাৎ করে।
এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু হলে পুলিশের একটি টিম ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও হবিগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজার জেলার রামু থানার চাকমারকুল নয়া চরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এতে রামু থানা পুলিশ সহায়তা করে। অভিযানে আত্মসাৎ করা ২৮১ বস্তা চাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত চাল ও আটকদের হবিগঞ্জে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত কার্যক্রম চলমান আছে বলেও জানিয়েছে পুলিশ।
ঢাকা/মামুন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। আজ রোববার ভোরে নগরের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক। তিনজনের বাসা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।