আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। আজ ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।

বিপিএলের গত আসরে তাসকিন দুর্দান্ত রাজশাহী ও সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবার নিলামের আগে সব দলকেই দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। সেটি কাজে লাগিয়েই তাসকিন ও সাইফকে দলে ভিড়িয়েছে ঢাকা।

এর আগে ওপেনার তানজিদ হাসানকে দলে নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। একই দলের হয়ে খেলার কথা আছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেনেও।

আরও পড়ুনফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই হবে বিপিএল০৫ নভেম্বর ২০২৫

ডিসেম্বরের তিন সপ্তাহে বিপিএলের দ্বাদশ আসর শুরু হওয়ার কথা। এর আগে ২১ নভেম্বর হবে নিলাম। গত কয়েক বছরে ড্রাফট হলেও এবার নিলামের আয়োজন করছে বিসিবি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

ইরাকে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ, সদরপন্থীদের বর্জন

ইরাকের পার্লামেন্ট নির্বাচনে মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে। ইরাকের পাশাপাশি ওই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের দিকে গভীরভাবে নজর রাখছে ইরান ও যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় ভোট শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই রাজধানী বাগদাদের বিলাসবহুল আল-রশিদ হোটেলে কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ভোট দেন। এদিকে এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল–সদর।

দুপুর পর্যন্ত এএফপির সংবাদদাতারা দেশটির বেশ কয়েকটি বড় শহরে তুলনামূলকভাবে কম ভোটার উপস্থিতি দেখতে পান। নির্বাচনী পোস্টারে সজ্জিত বাগদাদের সড়কগুলোতে নিরাপত্তা বাহিনী ছাড়া লোকজনের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। তবে কিছু এলাকায় ভোটকেন্দ্রগুলোতে কিছুটা ভিড় দেখা গেছে।

ইরাকের পার্লামেন্টের ৩২৯টি আসনে ভোটার সংখ্যা ২ কোটি ১০ লাখের বেশি। কম ভোটার উপস্থিতির জন্য মুকতাদা আল–সদরের বর্জনের ডাক অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ