বছরের প্রথম পূর্ণিমা উদ্যাপন করবে বেনুভিটা অবজারভেটরি, যোগ দিতে পারেন আপনিও
Published: 12th, January 2025 GMT
২০২৫ সালের প্রথম পূর্ণিমা উদ্যাপন করবে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বেনুভিটা অবজারভেটরি। তাঁরা আয়োজনের নাম দিয়েছেন ‘চন্দ্রোৎসব’।
১৪ জানুয়ারি রাতে আকাশে দেখা মিলবে এই পূর্ণচন্দ্রের, বাংলা বর্ষপঞ্জির হিসাবে সেদিন ৩০ পৌষ। চন্দ্রোৎসব উদ্যাপন কমিটির প্রধান সমন্বয়কারী কাবেরী জান্নাত প্রথম আলোকে বলেন, ‘বেনুভিটা অবজারভেটরির উদ্যোগে নানা আয়োজন হলেও এই প্রথম আমরা চন্দ্রোৎসব আয়োজন করতে যাচ্ছি, যা প্রতিবছর করতে চাই। প্রকৃতির সঙ্গে চন্দ্র দেখা শুধু নয়, আয়োজনটা প্রকৃতির সঙ্গে বিজ্ঞানেরও সম্মিলন ঘটাবে। বিজ্ঞানভিত্তিক উদ্যাপনের পাশাপাশি চন্দ্রোৎসবে আমরা নানা আয়োজনও রেখেছি।’
বেনুভিটা অবজারভেটরি ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত অবজারভেটরি বা মানমন্দির। এই মানমন্দিরটিতে রয়েছে আকাশ গবেষণার বৃহৎ টেলিস্কোপ ও মহাকাশ গবেষণার নানা উপাদান। আয়োজকেরা জানালেন, চন্দ্রোৎসবে আগতরা মানমন্দিরের ভেতরে টেলিস্কোপে চাঁদসহ নানা গ্রহ-উপগ্রহ দেখার সুযোগ পাবেন। এ ছাড়া রাতভর আয়োজনে থাকবে চাঁদ–সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শনী, চাঁদের গান, আলোকিত ঘুড়ি ওড়ানো, বাউলগান, মিউজিক থেরাপি, জঙ্গল সাফারিসহ নানা কিছু।
অ্যাডভেঞ্চারপ্রিয় ও প্রকৃতিপ্রেমী মানুষদের এই আয়োজনে নিবন্ধনের মাধ্যমে যে কেউ অংশ নিতে পারবেন। নিবন্ধন ফি জনপ্রতি তিন হাজার টাকা। এই ফির আওতায় ১৪ জানুয়ারি বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত বেনুভিটা অবজারভেটরিতে থাকা-খাওয়াসহ উৎসব উপভোগের সুযোগ পাবেন।
চন্দ্রোৎসব সম্পর্কে বিস্তারিত জানতে: ০১৭৭১০২৮৬৫৯
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য
এশিয়া কাপে আজকের রাত যেন এক নাটকীয় অধ্যায়। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবুধাবির মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই লড়াই কেবল দুই দলের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভাগ্যও। কোটি টাইগার সমর্থক তাই আজ তাকিয়ে থাকবে টিভি পর্দায়। কারণ, এই ম্যাচেই নির্ধারিত হবে, বাংলাদেশ কি সুপার ফোরে উড়াল দেবে, নাকি গ্রুপ পর্বেই শেষ হবে স্বপ্নযাত্রা।
গ্রুপের সমীকরণ এখন টানটান নাটকের মতো। তিন ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আফগানিস্তানের ঝুলিতে আছে ২ পয়েন্ট; এক জয় ও এক হারের ফল। হংকং অবশ্য তিন ম্যাচেই হেরে অনেক আগেই বিদায় নিয়েছে।
আরো পড়ুন:
আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
এখন হিসাবটা এমন—
আফগানিস্তান হেরে গেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে।
আফগানিস্তান জিতলে সমীকরণ জটিল হবে। তখন শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটে স্পষ্ট এগিয়ে থাকবে আফগানরা (২.১৫০)। শ্রীলঙ্কার রান রেট ১.৫৪৬, আর বাংলাদেশ অনেক পিছিয়ে -০.২৭০-তে।
অর্থাৎ আফগানিস্তান যদি জেতে, তবে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে এক অসম্ভব সমীকরণের দিকে। সেটা হলো- লঙ্কানদের অন্তত ৭০ রানের ব্যবধানে হারতে হবে এবং তা করতে হবে ৫০ বল হাতে রেখে। অন্যথায় রান রেটের খেলায় পিছিয়েই থাকতে হবে টাইগারদের। তবে বৃষ্টি যদি হানা দেয় কিংবা ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই নিশ্চিতভাবেই চলে যাবে সুপার ফোরে।
ম্যাচকে ঘিরে দুই শিবিরেই চাপ-উত্তেজনার আবহ। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব মনে করেন, চাপটা আসলে শ্রীলঙ্কার ওপরই বেশি, “আমরা এসব টুর্নামেন্ট খেলতে অভ্যস্ত, আমাদের কোনো চাপ নেই। শ্রীলঙ্কা ভালো দল ঠিকই, তবে তারাও চাপে থাকবে। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হবে।”
অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বাংলাদেশ প্রসঙ্গ টেনে বলেন, “প্রতিটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, বাংলাদেশের সমর্থকরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। আমরাও জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”
হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কাকে ঘাম ঝরাতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বলছে, আফগানিস্তানের বিপক্ষে জয়টা সহজ হবে না তাদের জন্যও। শেষ পর্যন্ত কারা হাসবে জয়ের হাসিতে, আর কোন সমীকরণে দাঁড়াবে বাংলাদেশের ভাগ্য; এই প্রশ্নের উত্তরই দেবে আজকের আবুধাবির রাত।
ঢাকা/আমিনুল